`নেটওয়ার্ক`-এ প্রতিশোধের খেলায় মেতে উঠবেন শাশ্বত ও সব্যসাচী!
রণিতা গোস্বামী
রণিতা গোস্বামী: একসময়ের নামী পরিচালক, প্রযোজক, টিভি শো প্রস্তুতকার অভিজিৎ গাঙ্গুলি তাঁর পুরনো গৌরব হারিয়ে ফেলেছেন। তবে ফের তিনি হারানো গৌরব ফিরে পেতে চাইছেন। এসবের মাঝে হঠাৎই জানতে পারেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। জীবনের শেষবেলায় এসে পরিকল্পনা করেন ভালো একটি সিনেমা বানানোর। সেইমতই এগোচ্ছিলেন।কাজ শুরু করেছিলেন রাজ, শ্রেয়া সহ বেশকিছু উঠতি প্রজন্মদের নিয়ে। তবে বাধ সাধলো শত্রুরা।
এদিকে বিজনেস টাইকুন তথা প্রযোজক অরিন্দম চক্রবর্তী ধুরন্ধর লোক।পরিচালক অভিজিৎ হঠাৎই জানতে পারেন তাঁর সিনেমার গল্প চুরি হয়ে গিয়েছে। তাঁর সিনেমা মুক্তির কিছুদিন আগেই মুক্তি পেয়ে যায় অরিন্দম চক্রবর্তী প্রযোজিত একটি সিনেমা। যেটি কিনা আদপে তাঁরই সিনেমার গল্প। জানা যায়, অজান্তেই তাঁকে পিছন থেকে ছুরি মেরেছেন রাজ, শ্রেয়ার মত উঠতি অভিনেতা, অভিনেত্রীরা। আর এসবই হয়েছে বিজনেস টাইকুন অরিন্দম চক্রবর্তীর প্ররোচনায়। হতবাক হয়ে যান পরিচালক অভিজিৎ গাঙ্গুলি। জীবনের সায়হ্নে এসে দেওয়ালে পিঠ ঠেকে যায় তাঁর।
ভাবছেন তো এসব কী গল্প বলছি। গল্পটা অবশ্যই সিনেমার। শাশ্বত চট্টোপাধ্যায়ের আগামী ছবি 'নেটওয়ার্ক'এর। যেখানে অভিনেতা শাশ্বতকে দেখা যাবে পরিচালক, প্রযোজক, টিভি শো মেকার অভিজিৎ গাঙ্গুলির চরিত্র। আর বিজনেস টাইকুম অরিন্দম চক্রবর্তী চরিত্রে দেখা মিলবে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। যেখানে জমে উঠবে শাশ্বত ও সব্যসাচীর প্রতিশোধের লড়াই।
আরও পড়ুন- প্রসেনজিত্-ঋতুপর্ণার সম্পর্কের 'দৃষ্টিকোণ' বদল
গল্পের পরবর্তী মোড়টা আরও মজাদার। দেখা যাবে হাল ছাড়ার পাত্র নন পরিচালক অভিজিৎ গাঙ্গুলি (শাশ্বত চট্টোপাধ্যায়)। মেতে উঠেন প্রতিশোধের খেলায়। পর্দার পিছনে থেকেই জনপ্রিয় একটি চ্যানেলে শুরু করেন রিয়েলিটি শো। হ্যাঁ, রিয়েলিটিই বটে। তবে একটু অন্যরকম। আসলে সেটা জাল। যে জালে জড়িয়ে পড়বেন অনেকেই। ঘটবে ভয়ানক একটি ঘটনা। যা হয়ত অনেকের কাছেই আশাতীত নয়। তবে পুরোটা জানতে হলে অপেক্ষা করতেই হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত।
আরও পড়ুন- স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের বায়োপিক বানাচ্ছেন মানস মুকুল পাল
ইতিমধ্যেই নেটওয়ার্ক ছবিটির শ্যুটিং প্রায় শেষ। মুক্তি পেয়েছে ফার্স্ট লুক পোস্টার। এটির পরিচালনা করেছেন সপ্তশ্ব বসু। প্রযোজনা করেছে NEO STUDIOS। চিত্রনাট্য লিখেছেন রিনি ঘোষ ও সপ্তশ্ব বসু। অভিনয়ে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিনি ঘোষ, ইন্দ্রজিৎ মজুমদার। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি রায়, রজত গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দর্শনা বনিক, বিদ্যুৎ দাস, কার্তিকে ত্রিপাঠি, ঈশানি ঘোষ সহ অন্যারা।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রসেনজিৎ ঘোষাল (ডাব্বু), চিরন্তন বন্দ্যোপাধ্যায়, রাজ ডি, অভিরাজ সেন। গান গেয়েছেন শান, শত্রুজিৎ দাশগুপ্ত সহ অন্যান্যরা। সিনেমাটোগ্রাফি করেছেন প্রসেনজিৎ চৌধুরী। সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি।