``শুভ জন্মদিন সোনা মা!`` মেয়ে Ritabhari-কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট Satarupa-র
উইকিপিডিয়া বলছে ২৯-এ পা দিলেন অভিনেত্রী।
নিজস্ব প্রতিবেদন : বয়স বাড়ল আরও এক বছর। ২৬ জুন, শনিবার নিজের জন্মদিন সেলিব্রেট করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। উইকিপিডিয়া বলছে ২৯-এ পা দিলেন অভিনেত্রী।
মেয়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরচালক, সমাজকর্মী শতরূপা সান্যাল (Satarupa Sanyal)। শেয়ার করেছেন ঋতাভরীর ছোটবেলা থেকে শুরু করে বেশকিছু মুহূর্তের ছবি। শতরূপা সান্যাল (Satarupa Sanyal) ক্যাপশানে লিখেছেন, ''শুভ জন্মদিন সোনা মা! হ্যাপী বাড্ডে!! আলো মেয়ে আমার, ভালো হোক! মানবজন্ম সার্থক হোক!''
আরও পড়ুন-কবিতা ও সিনেমার মেলবন্ধন! এবার ছবি পরিচালকের ভূমিকায় শ্রীজাত
বোনের জন্মদিনে সুন্দর একটি কবিতার মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতাভরীর দিদি, অভিনেত্রী, মডেল চিত্রঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty)। সঙ্গে শেয়ার করেছেন দার্জিলিং গিয়ে লেন্সবন্দি ঋতাভরীর বেশকিছু ছবি। প্রসঙ্গত কিছুদিন আগেই চিকিৎসকদের পরামর্শে মা শতরূপা সান্যালকে নিয়ে দার্জিলিং থেকে বেড়িয়ে ফিরেছেন দুই বোন ঋতাভরী ও চিত্রাঙ্গদা।
ঋতাভরী (Ritabhari Chakraborty)কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।