নিজস্ব প্রতিবেদন : ব্যাট হাতে মাঠে নেমেছেন মিতালি (Mithali Raj)। তাঁর কাজল পরা চোখদুটি আত্মবিশ্বাসে ভরপুর। মাথার চুলে বেনী বাঁধা। আর ব্যাটে ৪-৬ এর বন্যা। সৃজিত মুখার্জি (Srijit Mukherji)র সাবাশ মিথু'র (Shabaash Mithu)ট্রেলারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু (Taapsee Pannu) এভাবেই ধরা দিয়েছেন। তবে শুধু মাঠের মিতালির গল্প নয়, তাঁর মিতালি রাজ হয়ে ওঠার পিছনে রয়েছে কঠিন লড়াই, সে কাহিনীও ধরা পড়েছে ট্রেলারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রেলারে দেখা গেছে মাত্র ৮ বছর বয়স থেকেই 'women in blue'-টিমের স্বপ্ন দেখেছেন মিতালি। যদিও সেই স্বপ্ন পূরণ করা মোটেও সহজ ছিল না। মেয়ে আবার ক্রিকেট খেলবে! যেন এমনই প্রশ্নে মাঠে ক্যাচ ধরে ফেলার জন্য ছোট্ট মিতালিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েও ব়্যাগিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। 'সুন্দর মুখ নিয়ে কেন ক্রিকেট খেলতে এসেছ? বিয়ে করে বাচ্চার মা হও', এমন কথাও শুনতে হয়েছে। নিজের নামে জার্সি চেয়ে অপমানিত হতে হয়েছে। ভিতরে বাইরে বহু চোট আঘাত পেয়ে মিতালি রাজ হয়ে উঠেছেন ক্রিকেটার মিতালি। শুধু স্বপ্ন পূরণই নয়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মুকুট মাথায় বসেছে তাঁর। সেই গল্পই উঠে আসতে চলেছে 'সাবাশ মিথু' ছবিতে, ট্রেলারে মিলল তারই ইঙ্গিত।


আরও পড়ুন-জুতো পরে আদৌ কি মন্দিরে ঢুকেছিলেন রণবীর! 'ব্রহ্মাস্ত্র' বিতর্কে মুখ খুললেন পরিচালক



'সাবাশ মিথু'র ট্রেলার শেয়ার করেছেন মিতালি রাজ নিজেও। আগামী ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে মিতালি রাজের বায়োপিক 'সাবাশ মিথু'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)