দিওয়ালিতে জওয়ানদের জন্য যে কবিতাটি নিজে লিখলেন শাহরুখ
দিওয়ালিতে ভারতীয় সেনাদের জন্য বিশেষ বার্তা পাঠানোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে মন জিতলেন শাহরুখ খান। সলমন খান, অক্ষয় কুমার, আমির খানদের পর এবার দিওয়ালিতে ভারতীয় সেনা জওয়ানদের উত্সর্গ করে বার্তা পাঠালেন কিং খান। একেবারে নিজস্ব কায়দায় নিজে হাতে কবিতা লিখে তা জওয়ানদের উত্সর্গ করলেন শাহরুখ। জওয়ানদের কঠিন আত্মত্যাগের জন্যই যে দেশবাসী সুরক্ষিত ও নিশ্চিন্তে থাকেই সেই কথাই নিজের কবিতায় তুলে ধরলেন শাহরুখ। বলিউডের বাদশার এই কবিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল-
ওয়েব ডেস্ক: দিওয়ালিতে ভারতীয় সেনাদের জন্য বিশেষ বার্তা পাঠানোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে মন জিতলেন শাহরুখ খান। সলমন খান, অক্ষয় কুমার, আমির খানদের পর এবার দিওয়ালিতে ভারতীয় সেনা জওয়ানদের উত্সর্গ করে বার্তা পাঠালেন কিং খান। একেবারে নিজস্ব কায়দায় নিজে হাতে কবিতা লিখে তা জওয়ানদের উত্সর্গ করলেন শাহরুখ। জওয়ানদের কঠিন আত্মত্যাগের জন্যই যে দেশবাসী সুরক্ষিত ও নিশ্চিন্তে থাকেই সেই কথাই নিজের কবিতায় তুলে ধরলেন শাহরুখ। বলিউডের বাদশার এই কবিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল-
পড়ুন- বক্স অফিসে কেমন চলছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’
শাহরুখের কবিতাটি বাংলায় বললে অনেকটা এমন দাঁড়ায়
আমাদের পা যখন নরম কার্পেটে, আর ওঁদের ভারী বুট তখন পাথুরে এবড়োখেবড়ো রাস্তায়
আমাদের দিন আমাদের কাছে প্রাপ্তি, ওঁদের সমাধান খোঁজার লড়াই
আমাদের রাতগুলো আশীর্বাদধন্য, নিশ্চিন্ত, আর ওদের নির্ঘুম, সজাগ
আমাদের জীবন চুটিয়ে বাঁচছি আমরা, কারণ ওদের জীবন বলিদানের জন্য ...