নিজস্ব প্রতিবেদন: সালটা ২০০০, সেবছর ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেবার বিচারকের আসনে জুরি মেম্বারদের মধ্যে ছিলেন শাহরুখ। মঞ্চে সঞ্চালিকা ছিলেন মালাইকা অরোরা (খান)। বিচারকের আসনে বসা শাহরুখ কিছুটা মজাদার অথচ জটিল একটি প্রশ্ন প্রিয়াঙ্কাকে করেন, তিনি কাকে বিয়ে করতে চাইবেন? শাহরুখের এই প্রশ্নটি ছিল অপশনাল। অপশান গুলির মধ্যে নাম ছিল....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১. কোনও ভারতীয় খেলোয়াড়, যিনি দেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, দেশের গর্ব, যেমন আজহারউদ্দিন।


২. কোনও ব্যবসায়ী, যাঁর নাম উচ্চারণ করা শক্ত হলেও তোমায় দামি নেকলেস এনে দিতে পারবেন  যেমন স্বরস্কি।


৩. কোনও আমার মতো (শাহরুখ খান) কোনও বলিউড তারকা।


উত্তরে প্রিয়াঙ্কা অবশ্য জানান, তিনি দেশের জন্য খেলেন এমন কোনও খেলোয়াড়কেই বিয়ে করতে চান। যেখানে অন্তত সারাদিনের কাজের পর বাড়ি ফিরে আমি তাঁর পাশে বসে বলতে পারবো দেশের মতোও আমারও তোমার জন্য গর্ব হয়।


আরও পড়ুন-মিয়ামির সৈকতে বিকিনিতে 'হট' প্রিয়াঙ্কা, এই বিকিনির দাম কত জানেন?


সেদিন প্রিয়াঙ্কার উত্তর শুনে দর্শকরা হাততালিতে ফেটে পড়েছিলেন। যদিও প্রিয়াঙ্কা সেসময় যে উত্তরটা দিয়েছিলেন, বাস্তবটা তার থেকে এক্কেবারেই আলাদা। পরবর্তী জীবনে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে উত্তাল হয়েছিল বি-টাউন। চির ধরেছিল শাহরুখ-গৌরীর সুখের স্বর্গে। যদিও পরবর্তীকালে শাহরুখ গৌরীর কাছেই ফিরে গিয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে প্রিয়াঙ্কা কোনও ভারতীয় নয় বিয়ে করেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। সম্প্রতি ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার এই পুরনো ভিডিও...


আরও পড়ুন-মানসিক দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়



ভবিষ্যতে কখন যে কী ঘটে তা অবশ্য কারোরই জানা থাকে না, প্রিয়াঙ্কার পক্ষেও তেমনটাই ঘটেছিল। তাই নয় কি?


আরও পড়ুন-রাজের 'পরিণীতা'য় শুভশ্রী