মিয়ামির সৈকতে বিকিনিতে 'হট' প্রিয়াঙ্কা

Mar 26, 2019, 19:57 PM IST
1/8

নিক জোনাস, সহ তাঁর গোটা পরিবারের সঙ্গে আপাতত মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

2/8

প্রিয়াঙ্কার সঙ্গে মিয়ামিতে দেখা গেছে নিক জোনাস, জো জোনাস, সোফি টার্নার, কেভিন জোনাস সহ জোনাস পরিবারের অন্যান্য সদস্যদের। 

3/8

প্রিয়াঙ্কার মিয়ামি ভ্রমণ উঠে এসেছে পেজ থ্রির শিরোনামে। 

4/8

বিয়ের পর থেকে গোটা জোনাস পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজেই রয়েছেন প্রিয়াঙ্কা। 

5/8

মিয়ামি বিভিন্ন রকম ওয়াটার রাইডে চড়তেও দেখা গেছে প্রিয়াঙ্কাকে। 

6/8

মিয়ামিতে ওয়াটার স্কুটারে প্রিয়াঙ্কা চোপড়া। 

7/8

মিয়ামির সৈকতে প্রিয়াঙ্কাকে যে বিকিনি পরে দেখা গেছে, সেই বিকিনি ডিজাইন করেছেন অস্ট্রেলিয়ান ফ্যাশান ডিজাইনার নোকি সাফারি হল্টার বেনডো

8/8

প্রিয়াঙ্কার এই বিকিনির দাম ৮৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৬১২৭ টাকা। এই টাকায় দিব্যি একজনের গোয়া ভ্রমণ সম্ভব।