জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরনে কালো টিশার্ট, মুখে মাস্ক, আর পাঁচজন যুবকের মতোই মুম্বইয়ের নাইটক্লাবে হাজির আরিয়ান খান(Aryan Khan), মাস্ক নামিয়ে পানীয়তে চুমুক দিতেই মুহূর্তের মধ্যে ক্যামেরাবন্দি শাহরুখ পুত্র। মুহূর্তে ভাইরাল আরিয়ানের ভিডিয়ো। অতীত ভুলে পুরনো ছন্দে ফিরেছেন আরিয়ান, খুশি শাহরুখের(Shah Rukh Khan) ফ্যানেরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত অক্টোবরেই মাদককাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। শুধু নামই জড়ায়নি। প্রমোদতরীর মাদকপার্টি থেকে সরাসরি তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর বিরুদ্ধে ফাইল হয়েছিল মামলাও। প্রায় একমাস জেলে বন্দি ছিলেন আরিয়ান। অবশেষে বম্বে হাইকোর্ট দিয়েছিল জামিন। কিন্তু এনসিবির জেরার মুখেই দিন কাটছিল তাঁর। সম্প্রতি তাঁকে ক্লিনচিট দিয়েছে আদালত, পাসপোর্টও ফেরত পেয়েছেন তিনি। 


আরও পড়ুন: Samantha Ruth Prabhu: অক্ষয়ের কোলে চেপে করণের শোয়ে এন্ট্রি, কটাক্ষের মুখে সামান্থা


এই মাদককাণ্ডের জেরেই বদলে গিয়েছিল আরিয়ানের বিলাসবহুল জীবন। মানসিকভাবে ভেবে পড়েছিলেন তিনি. তাঁকে নিয়ে চিন্তায় দিন কাটছিল শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরীর। সম্প্রতি কাজেও ফিরেছেন তিনি। বাবার প্রযোজনা সংস্থা থেকেই নিজের প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন আরিয়ান। ইতিমধ্যেই নিজের টিম তৈরি করে কাজও শুরু করেছেন। 


আরও পড়ুন: Mani Ratnam: করোনা উপসর্গ! 'পোন্নিয়ান সেলভান' টিজার প্রকাশের পরই হাসপাতালে ভর্তি মনিরত্নম



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)