নিজস্ব প্রতিবেদন : মুম্বইতে থাকেন। তবে বাড়ি কিংবা হোম টাউন বলতে এখনও সেই দিল্লিকেই বোঝেন কিং খান। দিল্লিতেই বেড়ে ওঠা, জীবনের বড় একটা সময় শাহরুখের কেটেছে রাজধানীতেই। দিল্লির সঙ্গে তাঁর বহুদিনের নারীর টান। ফের একবার নিজের শহরেই ফিরে গেলেন 'দিল্লিওয়ালা' শাহরুখ (Shah Rukh Khan)। দিল্লিতে গিয়ে বাবা-মায়ের সমাধিতে বেশকিছুক্ষণ সময় কাটালেন শাহরুখ (Shah Rukh Khan)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বেশকিছু ছবি। পরনে সাদা শার্ট, কালো প্য়ান্ট এবং মাথায় রুমাল বেঁধে বাবা তাজ মহম্মদ খান ও মা লতিফ ফাতিমা খানের সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে শাহরুখকে।


আরও পড়ুন- আসানসোল দক্ষিণে Saayoni Ghosh, পুজো দিলেন শিব মন্দিরে




আরও পড়ুন-ব্রিগেড জনতার সামনে 'এমএলএ ফাটাকেষ্ট'


অল্প বয়সেই বাবা-মাকে হারান শাহরুখ খান। বহুবার সাক্ষাৎকারে শাহরুখ(Shah Rukh Khan)কে বাবা-মাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। কিংখানের বয়স যখন মাত্র ১৫ তখনই বাবাকে হারিয়েছিলেন তিনি। জানা যায় অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশায় একজন আইনজীবী ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। ১৯৯০ সালে মাকেও হারান শাহরুখ। বহু সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে মায়ের মৃত্যুর পর তাঁর অন্যতম অবলম্বন হয়ে ওঠেন দিদি।