Shahrukh Khan Son Aryan: `আরিয়ানকে ভালো লাগে`, স্বীকারোক্তি অনন্যার, কিন্তু শাহরুখপুত্র যে চিনতেই পারলেন না!
শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রতি তাঁর দুর্বলতা আছে। সম্প্রতি, `কফি উইথ করণ-৭`-এ গিয়ে একথা স্বীকার করেছিলেন অনন্যা পাণ্ডে। তাঁর এই স্বীকারোক্তিই কি তবে কাল হল? মাধুরী দীক্ষিতের `মজা মা`-র স্ক্রিনিংয়ে গিয়ে অনন্যাকে যেন চিনতেই পারলেন না আরিয়ান! প্রকাশ্যেই এড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। আরিয়ানের থেকে এমন ব্যবহার হয়ত আশা করেননি খোদ অনন্যাও। তাঁর অভিব্যক্তি বলছে, বন্ধুর দাদার এমন ব্যবহারে তিনিও অবাক।
Shahrukh Khan's Son, Ananya Pandey, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রতি তাঁর দুর্বলতা আছে। সম্প্রতি, 'কফি উইথ করণ-৭'-এ গিয়ে একথা স্বীকার করেছিলেন অনন্যা পাণ্ডে। তাঁর এই স্বীকারোক্তিই কি তবে কাল হল? মাধুরী দীক্ষিতের 'মজা মা'-র স্ক্রিনিংয়ে গিয়ে অনন্যাকে যেন চিনতেই পারলেন না আরিয়ান! প্রকাশ্যেই এড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। আরিয়ানের থেকে এমন ব্যবহার হয়ত আশা করেননি খোদ অনন্যাও। তাঁর অভিব্যক্তি বলছে, বন্ধুর দাদার এমন ব্যবহারে তিনিও অবাক।
সম্প্রতি, বোন সুহানা খানকে নিয়ে মাধুরীর 'মজা মা', র স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন শাহরুখ পুত্র। সেখান থেকেই আরিয়ানের এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োতে সুহানাকে দেখা যায়নি। ভিডিয়োতে দেখা যাচ্ছে রেড কার্পেটে দাঁড়িয়ে রয়েছেন অনন্যা, তাঁকে সেখানে দেখে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন শাহরুখ পুত্র। বেশ বোঝা গিয়েছে অনন্যার সঙ্গে চোখাচোখি হোক কোনওভাবেই চাননি আরিয়ান। ভিডিয়োটি নেটদুনিয়ায় উঠে আসতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
আরও পড়ুন-'এখানে মহিলাদের কোনও সম্মান নেই', বিগ বসে সাজিদকে দেখে বলিউড ছাড়ছেন মন্দনা করিমি
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
ভিডিয়োর নিচে কেউ লিখেছেন, 'আরিয়ানে কড়া অ্যাটিটিউড', কারোর কথায়, 'শুধু আরিয়ান নয়, ওর ড্রাইভারও অনন্যাকে পাত্তা দেয়নি।' কেউ লিখেছেন, 'অনন্যার ভাবটা এমন যে, কৌন হ্যায় ইয়ে জিসনে দুবারা মুরকে মুছে নেহি দেখা!' কারোর দাবি, 'কিং কা বেটা কিং', কেউ আবার বলেছেন, 'জেল কা কামাল, কিং কা বেটা ভাই সোয়াগ তো দিখায়েগা না'।
সুহানা খানের সঙ্গে অনন্যা পাণ্ডের বন্ধুত্বের কথা সবাই জানে। বেস্ট ফ্রেন্ডের দাদার প্রতি যে দুর্বলতা রয়েছে, তা কফি উইথ করণে সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সামনে বসেই অনন্যা বলেছিলেন, 'আরিায়ান ভীষণই কিউট, আমার আরিয়ানের প্রতি ক্রাশ আছে।' করণ অনন্যাকে পাল্টা প্রশ্ন করেছিলেন, 'এটা এগোল না কেন?' তখন অনন্যার উত্তর ছিল, 'সেটা ওকেই জিগ্গেস করো'। প্রসঙ্গত, মাদক মামলায় আরিয়ান খানের সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যা পাণ্ডেরও। আরিয়ান খান যখন জেলে মাদককাণ্ডে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিল NCB। তাই কারোর প্রশ্ন মাদককাণ্ডের পর থেকেই কি অনন্যাকে এড়িয়ে যাচ্ছেন শাহরুখ পুত্র?