লকডাউনে এবার দূরদর্শনে ফিরছে ছোটবেলার প্রিয় `শক্তিমান`
এখবর নিশ্চিত করেছেন `শক্তিমান` অর্থাৎ মুকেশ খান্না নিজেই।
নিজস্ব প্রতিবেদন : রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সীর পর এবার দূরদর্শনে ফিরতে চলেছে বহুল জনপ্রিয় ধারাবাহিক শক্তিমান। দর্শকদের আবেদন মেনেই দূরদর্শনে শক্তিমান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এখবর নিশ্চিত করেছেন 'শক্তিমান' অর্থাৎ মুকেশ খান্না নিজেই।
ভারতীয় সুপার হিরো চরিত্রগুলির মধ্যে 'শক্তিমান' এমন একটি চরিত্র যেটি সবথেকে জনপ্রিয়। ১৯৯৭ সালে ১৩ ডিসেম্বর 'শক্তিমান' ধারবাহিক প্রথম পর্বটি সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকটি চলছিল ২০০৫ সাল পর্যন্ত। ভারতীয় টিভি ধারাবাহিকের ইতিহাসে রামায়ণ, মহাভারত বাদে এমন জনপ্রিয়তা খুব ধারাবাহিকই অর্জন করেছে বলেই দাবি করেন অনেকে। এই ধারাবাহিকটি সঙ্গে বর্তমান প্রজন্মে বহু মানুষেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটদের নৈতিক মূল্যবোধ তৈরিতেও বড় ভূমিকা নিয়েছিল এই শক্তিমান ধারাবাহিকটি।
আরও পড়ুন-লকডাউনে বন্ধ কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন সলমন
এদিকে বেশকিছুদিন আগে বোম্বে টাইম'স-কে দেওয়া সাক্ষৎকারে মুকেশ খান্না শক্তিমানে সিকুয়েল তৈরির ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন ''গত তিন বছর ধরেই আমরা শক্তিমানের দ্বিতীয় সংস্করণ আনার বিষয়ে কাজ করছি। কারণ এই ধারাবাহিকটির সঙ্গে আমাদের মূল্যবোধ তৈরিতে সাহায্য করেছিল। আর তাছাড়া এখনও অনেকেই জানতে চায় এর পর কী ঘটেছিল? সেকথা মাথায় রেখেই আমরা সিকুয়েল আনার কথা ভাবছি।''
এছাড়াও সুপারহিরো 'শক্তিমান'-এর উপর একটি ছবি তৈরির ভাবনা রয়েছে বলেও জানান মুকেশ খান্না।