নিজস্ব প্রতিবেদন : ​প্রথমে ২৫কোটি পরে আরও ৩ কোটি দান করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের ওই দান নিয়েই এবার সমালোচনায় মুখর হলেন শত্রুঘ্ন সিনহা। অনুদান, দান সব সময়ই গোপনে করতে হয়। দানধ্যানের বিষয়টি এভাবে সামনে না আনলেও চলে। শোবিজ ইন্ডাস্ট্রির মতো দান, অনুদানের বিষয় নিয়ে যদি খুল্লামখুল্লা প্রচার করা হয়, তাহলে তার মহত্ম থাকে না বলে জোরদার সমালোচনা করেন শত্রুঘ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : 'মোদীজিকে অনুরোধ,মরতে চাইলে কাউকে থামাবেন না', মুম্বইতে শ্রমিক জমায়েত নিয়ে কটাক্ষ কঙ্গনার দিদির


সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অক্ষয়ের বিষয় নিয়ে মুখ খোলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, দান সব সময়ই গোপনে করা উচিত, তা না করে কেউ ২৫ কোটি দিয়ে তা নিয়ে সোশ্যাল সাইটে বড়াই করছেন। এভাবে দান, অনুদান নিয়ে মুখ খুললে, তা অন্যের সঙ্গে তুলনা ছাড়া অন্য কিছুই হয় না বলেও মত প্রকাশ করেন খামোশ অভিনেতা।


এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি অনুদান দেন বলিউড খিলাড়ি। এরপর বিমসি-কে আরও ৩ কোটির অনুদান দেন অক্ষয়। চিকিতসক, নার্সদের জন্য ওই অর্থ দান করেন বলেও জানান অক্ষয় কুমার।