'মোদীজিকে অনুরোধ,মরতে চাইলে কাউকে থামাবেন না', মুম্বইতে শ্রমিক জমায়েত নিয়ে কটাক্ষ কঙ্গনার দিদির

জোর শোরগোল শুরু হয়েছে 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 15, 2020, 02:27 PM IST
'মোদীজিকে অনুরোধ,মরতে চাইলে কাউকে থামাবেন না', মুম্বইতে শ্রমিক জমায়েত নিয়ে কটাক্ষ কঙ্গনার দিদির

নিজস্ব প্রতিবেদন : বাড়ি ফেরার ডাক দিয়ে কয়েক হাজার শ্রমিকের ব্যান্দ্রায় জড়ো হওয়ার ঘটনা নিয়ে যখন গোটা দেশে তুলকালাম শুরু হয়েছে, সেই সময় আগুনে ঘৃতাহুতিদেওয়ার কাজ করলেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রীর দিদি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেন। যেখানে তিনি লেখেন, 'মোদীজির কাছে অনুরোধ করছি, যাঁরা মরতে চান, তাঁদের থামাবেন না। কিন্তু ভাইরাস নিয়ে কেউ যাতে অন্য রাজ্য প্রবেশ করতে না পারেন, সেদিকে খেয়াল রাখুন।'

 

কঙ্গনার দিদির ওই ট্যুইটের পরই সোশ্যাল সাইটে জোর সমালোচনা শুরু হয়ে যায়। কেউ কেউ রঙ্গোলির কথায় সমর্থন করে বলতে শুরু করেন, দিল্লির মতো মুম্বইতে ছক কষে একসঙ্গে এত শ্রমিককে জড়ো করা হয়েছে। কেউ আবার বলতে শুরু করে, ব্যান্দ্রায় শ্রমিকদের জড়ো হওয়ার পিছনে কাজ করছে কোনও বড় মাথা। নির্দিষ্ট পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।

এদিকে ব্যান্দ্রার ঘটনায় শ্রমিকদের জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার রাতে বিনয় দুবে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিস। তদন্তকারীদের মতে, তাঁর পোস্ট করা একাধিক ভিডিয়ো পর পর ভাইরাল হয়। এর পরেই মঙ্গলবার ব্যান্দ্রা স্টেশনে বাড়ি ফেরার আশায় জমায়েত করেন কয়েক হাজার শ্রমিক। যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর শোরগোল।

.