নিজস্ব প্রতিবেদন : ​কঙ্গনা রানাউতের বিরুদ্ধে 'দেশদ্রোহের' মামলা দায়ের করল শিবসেনা। থানের শ্রীনগরে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয় শিবসেনার আইটি সেলের তরফে। মুম্বইয়ের সঙ্গে কঙ্গনা কীভাবে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীরের' তুলনা করতে পারেন বলে প্রশ্ন তোলা হয়। মুম্বইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে মন্তব্য করেছেন, তা জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করা হয় শিবসেনার তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ''মুভি মাফিয়ারা আমায় শেষ করে দিলেও, সেখান থেকেই শুরু হবে আমার' : কঙ্গনা


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কঙ্গনা রানাউত। বি টাউনের একাধিক ক্যাম্পের পাশাপাশি মুম্বই প্রশাসনের বিরুদ্ধেও আক্রমণ করেন কঙ্গনা। ফলে মুম্বই পুলিসের উপর তিনি ভরসা রাখতে পারছেন না বলেও মন্তব্য করতে দেখা যায় কঙ্গনাকে। এরপরই শিবসেনার তরফে কড়া আক্রমণ করা হয় বলিউড কুইনকে। মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী অনিল দেশমুখও কঙ্গনার ওই মন্তব্যের বিরোধিতা করেন। এমনকী বলিউডের একাংশের তরফেও কঙ্গনার ওই মন্তব্যের বিরোধিতা করা হয় সমানভাবে। মুম্বইতে থাকলে গেলে ওই মন্তব্যের জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে বলেও অভিনেত্রীর নাম না করে তোপ দাগতে শুরু করে উদ্ধব ঠাকরের দল। এরপরই কঙ্গনা রানাউত ঘোষণ করেন, তিনি মুম্বইতে ফিরছেন। কারও ক্ষমতা থাকলে তাঁকে যেন আটকানো হয় বলেও মন্তব্য করেন কঙ্গনা।


কঙ্গনা রানাউতের সঙ্গে শিবসেনা এবং মহারাষ্ট্র সরকারের চাপানউতোর শুরু হতেই অভিনেত্রীর মুম্বইয়ের অফিস ভাঙচুরের জন্য বিএমসি তরফে লোক পাঠানো হয় বলে অভিযোগ করা হয়। এমনকী, কঙ্গনা একটি ভিডিয়ো শেয়ার করে তুলে ধরেন সেই ঘটনা। তবে এসব করে তাঁর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি নতুন করে শক্তি সঞ্চয় করবেন বলে হুমকি দেন বলিউড অভিনেত্রী।