নিজস্ব প্রতিবেদন : বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে সোনাম কাপুর এবং আনন্দ আহুজার বিয়েতে হাজির হয়েছিলেন শ্বেতা বচ্চন। সাদা সালওয়ার পরে তিনি যখন সোনামের বিয়েতে হাজির হন, তখনও যেমন পাপারাত্জির নজরে ছিলেন, তেমনি অনিল কন্যার রিসেপশনে হাজির হয়েও মাতিয়ে দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিয়ের আগেই সন্তানসম্ভবা? প্রশ্ন সোনামকে


মেগাস্টার অমিতাভ বচ্চনের মেয়ে হয়েও, শ্বেতা কিন্তু অভিনয়ের ত্রিসীমানায় প্রবেশ করেননি কখনও। কিন্তু, রুপোলি পর্দায় হাজির না হয়েও, সোনাম-আনন্দের রিসেপশনে হাজির হয়ে অমিতাভ কন্যা দেখালেন তাঁর ‘কিলার মুভস’।


আরও পড়ুন : জলে ঝাঁপ দিলেন টাইগারের গার্লফ্রেন্ড দিশা?


সলমন খানের ‘কিক’-এর গানে শ্বেতা মাতিয়ে দিলেন সোনাম কাপুরের ঝলমলে রিসেপশন। দেখুন সেই ভিডিও..