ওয়েব ডেস্ক: সদ্যই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মৃত্যুর গুজব সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর ভক্তেরা। পড়ে অবশ্য জানা যায় সেই খবর একেবারেই ভুয়ো। তবে এবার শ্বেতা তিওয়ারির ভক্তদের জন্য দারুণ একটি খুশির খবর। শোনা যাচ্ছে এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পালক ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘কুইকি’ নামের একটি ছবি দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে শ্বেতা তিওয়ারির মেয়ে পালকের। তবে তাঁর বিপরীতে কোন বলিউড হ্যান্ডসাম অভিনয় করবেন জানেন? তারে জমিন পরের সেই ছোট্ট ঈশান নন্দকিশোর অবস্তি অর্থাত্‌ দর্শিল সাফারি অভিনয় করবেন শ্বেতা তিওয়ারির মেয়ে পালকের বিপরীতে।


জানুন ২ সপ্তাহে কত কোটি টাকার ব্যবসা করল ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’?