নিজস্ব প্রতিবেদন : ​'বাপ কি বেটি' বলে ভিডিয়ো শেয়ার করলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। যে ভিডিয়োতে ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষকে দেখা যাচ্ছে। 'মেয়েকে' কোলে নিয়ে শুয়ে রয়েছেন নীলাঞ্জন। এমন ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় জোর কদমে। কি অবাক লাগছে তো শুনে! তাহলে দেখুন এই ভিডিয়ো...



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োতে (Video) দেখা যাচ্ছে, নিজের পোষ্যর সঙ্গে খুনসুটি করছেন নীলাঞ্জন ঘোষ। নীলাঞ্জনের সঙ্গে পোষ্যকে দেখেই 'বাপ কি বেটি' বলে ভিডিয়োর সঙ্গে ক্যাপশন জুড়ে দেন গায়িকা। নীলাঞ্জনের পোষ্য যে কোনওভাবেই তাঁর কাছে সন্তানের চেয়ে কম নয়, ইমনের ভিডিয়ো থেকে তা স্পষ্ট। ইমনের ওই নতুন ভিডিয়ো দেখে তাঁর অনুরাগীরা ভালবাসা প্রকাশ করেন।


আরও পড়ুন : উপহার নিয়ে ছোট্ট ভাইকে দেখতে এলেন Sara, দেখুন ভিডিয়ো


সম্প্রতি বালির জেটিয়াবাড়িতে সাতপাকে বাঁধা পড়েন ইমন চক্রবর্তী। নীলাঞ্জন ঘোষের (Nilanjan Ghosh) সঙ্গে ইমনের বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। ইমন-নীলাঞ্জনের বিয়ের পর এখনও পর্যন্ত টলিউডের এই জুটিকে মধুচন্দ্রিমায় যেতে দেখা যায়নি। হাতের কাজ সেরে তবেই ইমন-নীলাঞ্জন নিজেদের মতো করে সময় বের করে বেড়াতে বের হবেন বলেই মনে করছে টলি টাউন।


আরও পড়ুন : TMC-তে যোগ দেওয়ায় Saayoni-কে ঘিরে মিম, রবীন্দ্রনাথের কথাতেই জবাব অভিনেত্রীর


বিয়ের পর সম্প্রতি দুর্নিবার সাহা এবং মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় ইমন, নীলাঞ্জনকে।