বিবাহবার্ষিকী, বিয়ের অদেখা ভিডিয়ো শেয়ার করলেন সোহা আলি খান
বিয়ের জন্মদিন, তাই বিয়ের দিনের অদেখা কিছু ভিডিয়ো শেয়ার করেছেন সোহা।
নিজস্ব প্রতিবেদন : ২৫ জানুয়ারি, ২০২০ দেখতে দেখতে কুণাল খেমুর সঙ্গে বিয়ের ৫ বছর পার করে ফেললেন সোহা আলি খান। বিয়ের জন্মদিন, তাই বিয়ের দিনের অদেখা কিছু ভিডিয়ো শেয়ার করেছেন সোহা।
ভিডিয়োতে উঠে এসেছে সোহা-কুণালের পরিণয়বদ্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি। সোহা-কুণালের বিয়ের সেলিব্রেশনে উঠে এসেছেন পতৌদি ও খেমু পরিবারের সদস্যরা। যাঁর মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, সইফ আলি খান, করিনা কাপুর খান। ভিডিয়োতে সকলকে একসঙ্গে নাচ করতে, আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিয়ো শেয়ার করে কুণালকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেও ভোলেননি সোহা।
আরও পড়ুন-মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর, উদ্ধার সুইসাইড নোট
একই ভিডিয়ো শেয়ার করে সোহার উদ্দেশ্যে কুণাল লিখেছেন, ''শুভ বিবাহবার্ষিকী। একসঙ্গে দেখতে দেখতে ৫টা বছর কাটিয়ে ফেললাম। আমাকে এতটা সুন্দর আনন্দে ভরা বিবাহিত জীবন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। সমস্ত হাসিকান্নায় পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাকে তোমার সন্তানের বাবা হতে দেওয়ার সুযোগ দিয়ে যে নতুন জীবন তুমি দিয়েছ, তার জন্য ধন্যবাদ।''
আরও পড়ুন- শেষ বেলায় ঝটকা, ধরা পড়েও অধরাই রয়ে গেল 'দ্বিতীয় পুরুষ' খোকা
বিয়ের বহুদিন আগে থেকেই একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন সোহা আলি খান ও কুণাল খেমু। ২০১৪ সালে প্যারিসে সোহাকে বিয়ের প্রস্তাব দেন কুণাল। ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহা-কুণাল। ২০১৭ সালে সোহা ও কুণালের জীবনে আসে ছোট্ট ইনায়া নওমী।
আরও পড়ুন-হট ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তনুজার ছোট মেয়ে তনিশার