Soham Chakraborty: প্রযোজনায় হাতেখড়ি, কলকাতার Harry-কে নিয়ে হাজির অভিনেতা, প্রকাশ্যে পোস্টার
ছবিতে সোহমের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।
আরও পড়ুন: Javed Vs Kangana: অভিনেতাকে হুঁশিয়ারি আদালতের, পরবর্তী শুনানিতে উপস্থিত না হলে গ্রেফতারি পরোয়ানা
কিছুদিন আগেই এই ছবির মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'একটু যাদু, একটু গল্প, একটু ছোঁয়া রূপকথার।' এবার সামনে এলো পোস্টার। সেখানে দেখা যাচ্ছে একটি স্কুল বাস। সেই বাসের উপর বসে সোহম, প্রিয়াঙ্কা ও ঐশিকা গুহঠাকুরতা। এই ছবিতে সোহম একটি পুলকারের চালক যাঁর নাম হরিনাথ, হরিনাথই এই গল্পের হ্যারি। সে গল্প বলতে ভালোবাসে। গল্পের ভিতরে গল্প, গল্পকারের স্বপ্ন দেখার গল্প উঠে আসবে ছবির চিত্রনাট্যে। এই বছর জানুয়ারিতেই কলকাতার আনাচে কানাচে এই ছবির শ্যুটিং করে গোটা টিম। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। আগামী নভেম্বরে মুক্তি পাবে 'কলকাতার হ্যারি'।