নিজস্ব প্রতিবেদন: রবিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Polls) দিন বিপত্তির মুখে সোনু সুদ(Sonu Sood)। এবছর বিধানসভা ভোটে মোগা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট পেয়ে নির্বাচন লড়ছেন সোনুর বোন মালবিকা সুদ সাচার (Malvika Sood Sachar)। সেখানেই নির্বাচন কমিশনের বাধার মুখে পড়েন অভিনেতা। রবিবার সকাল থেকেই একের পর এক বুথে ঘুরে বেড়াচ্ছেন সোনু। সোনু ভোটারদের উসকাচ্ছেন, এমনটাই অভিযোগ এনেছে শিরোমণি অকালি দল। তাদের অভিযোগের ভিত্তিতেই সোনুর গাড়ি আটকায় পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাবের মোগা জেলা পিআরও প্রদ্ভদীপ সিং সংবাদমাধ্যমে জানান, 'সোনু সুদ জোর করে পোলিং বুথে ঢোকার চেষ্টা করেছিলেন। সেই সময়ই তাঁর গাড়ি আটকায় পুলিস। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে অভিনেতাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ভোট শেষ হওয়ার আগে বাড়ির বাইরো বেরোলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'


অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সোনু। অন্য পার্টির সদস্যরা ভোট কেনা বেচা করছে, এমনটাই অভিযোগ সোনুর। টুইটে তিনি লেখেন, 'মোগা বিধানসভা কেন্দ্রে অন্যান্য প্রার্থীরা ভোট কিনছে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।'ইতিমধ্যেই মোগার এসএসপির কাছে এই ঘটনার রিপোর্ট চেয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট হরিশ নায়ার। 


আরও পড়ুন: Hijab Row: 'হিজাব পরা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, ইসলামে এটি বাধ্যতামূলক', হিজাব বিতর্কে বক্তব্য জায়রার



Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)