Sonu Sood : `রক্ত দিয়ে ছবি না এঁকে, রক্তদান করুন`, ভক্তের উপহারে সোনু সুদের বার্তা
উপহারটি দেখে প্রথমে খুব সাধারণ মনে হলেও সেটি সম্পর্কে জানলে আপনার মুখটাও হা হয়ে যাবে
Sonu Sood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:করোনা অতিমারির শুরু থেকেই মানুষের সঙ্কটে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন সোনু সুদ । তাঁর গোল্ডেন হার্টের পরিচয় দিয়েছেন বারবার। সেকারণেই তাঁর অনুগামীরা ভালোবেসে তাঁকে নানা প্রকার উপহার দিতেই থাকেন। সম্প্রতি ভাইরাল হল এরকমই একটি উপহার। উপহারটি দেখে প্রথমে খুব সাধারণ মনে হলেও সেটি সম্পর্কে জানলে আপনার মুখটাও হা হয়ে যাবে। কিন্তু কী এমন আছে উপহারে! উপহারটি হল সোনু সুদের পোট্রেট। কিন্তু রঙের বদলে রক্ত দিয়ে আঁকা। ভক্ত এই উপহার দেওয়ার সময় একটি ভিডিয়ো করেন, সেটি ট্যুইটারে শেয়ারও করেন। সোনু সুদ সেটি রিট্যুইট করে ক্যাপশনে দিয়েছেন, ' রক্ত দিয়ে আমার ছবি বানিয়ে রক্ত নষ্ট না করে, রক্তদান করুন আমার ভাই'।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভক্তের দেওয়া উপহার হাতে নিয়ে সোনু বলছেন, আমি এখন মধু গুর্জারের সঙ্গে দাঁড়িয়ে আছি। তিনি একজন মহান শিল্পী। তিনি আমাকে আমার একটি পেইন্টিং উপহার দিয়েছেন। খালি একটি ভুল করেছেন, এটি রক্ত দিয়ে এঁকেছেন। সোনু সুদ বারবারই বলছেন, রক্তের বদলে রঙ ব্যবহার করা উচিত ছিল। কিন্তু এর উত্তরে সেই শিল্পী জানান, সোনুর জন্য তিনি প্রাণও দিয়ে দিতে পারেন। সবাই শুধু নিজের কথা ভাবে, কিন্তু আপনি আলাদা। অনেক দরিদ্রের কঠিন সময়ে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শিল্পীর সঙ্গে সঙ্গে ভিডিয়োতে উপস্থিত বাকিরা একসময় একসঙ্গে বলেন, ' আপনি আমাদের কাছে ভগবানের মতো'. সোনু যখন জানান, রক্তের এইভাবে অপচয় না কর রক্তদান করা উচিত, তখন অন্য একজন ভক্ত বলেন, ' কিন্তু তিনি আপনাকে এই রক্ত দান করেছেন' . এক কথায়, ভক্তরা এটিকে ভুল হিসেবে মানতে একদমই নারাজ।
করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছি আমরা অনেকদিন। কিন্তু আজও বহু মানুষ মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্টে সাহায্য চাইতে আসেন। সোশ্যাল মিডিয়ায় তাকে ট্যাগ করে আজও বহু মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আজ পর্যন্ত কাউকে পুরোপুরি খালি হাতে ফেরত যেতে হয়েছে বলে শোনা যায়নি।