নিজস্ব প্রতিবেদন : 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে বিতর্কে জড়ালেন তামিল অভিনেত্রী ওভিয়া। মোদীর তামিলনাড়ু সফরের আগে 'গো ব্যাক মোদী' স্লোগান কেন দিলেন ওভিয়া, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। এরপরই ওভিয়ার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। প্রধানমন্ত্রীর সফরের আগে 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে মানুষকে কেন উসকে দেওয়ার চেষ্টা করলেন অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন তোলেন তামিলনাড়ুর স্থানীয় বিজেপি নেতৃত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তামিলনাড়ু বিজেপি সভাপতি ডি অ্যালেক্সিস সুধাকর ওভিয়ার বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। দক্ষিণী অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৯-এর এ, ১২৪-এর এ, ১৫৩-র এ এবং ২৯৪ ধারায় দায়ের করা হয় অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত গত ১৩ ফেব্রুয়ারি 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে টুইট করেন ওভিয়া।


আরও পড়ুন  : টপলেস Rihanna-র গলায় গণেশের লকেট, জোরদার বিতর্ক


তামিল, মালায়লম, কন্নড়-সহ দক্ষিণের বেশ কয়েকটি ভাষার ছবিতে অভিনয় করতে দেখা যায় ওভিয়াকে। বিগ বস তামিলেও অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে। বিগ বসে হাজির হয়ে ২০১৭ সালে সবচেয়ে চর্চিত প্রতিযোগী হিসেবে নাম উঠে আসে ওভিয়ার। 


আরও পড়ুন  : মোহন সান্নিধ্যে মিঠুন, অভিনেতার মুম্বইয়ের বাড়িতে RSS প্রধান


সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। কৃষক আন্দোলন নিয়ে যখন দেশ জুড়ে জল্পনা শুরু হয়, সেই সময় দেশের প্রধানমন্ত্রী কেন বিষয়টি নিয়ে চুপ করে রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। কৃষক আন্দোলন নিয়ে জোরদার শোরগোল শুরু হলে পালটা মুখ খোলেন কঙ্গনা রানাউত। এমনকী আন্দোলনের নামে যাঁরা রাস্তায় নামেন, তাঁদেরকে 'জঙ্গি', 'সন্ত্রাসবাদী' বলে পালটা আক্রমণ করেন কঙ্গনা। কৃষকদের 'জঙ্গি', 'ন্ত্রাসবাদী' বলে আক্রমণ করায় কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেন কর্ণাটকের এক আইনজীবী।