নিজস্ব প্রতিবেদন: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন শ্রী রেড্ডি। হায়দরাবাদের মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সামনে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন শ্রী। এবার কাস্টিং কাউচ নিয়ে সরব হলেন আরও বেশ কয়েকজন দক্ষিণী অভিনেত্রী। এদের মধ্যে বিস্ফোরক অভিযোগ এনেছেন সান্ধ্যা নাইডু নামে এক অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাস্টিং কাউচ নিয়ে শ্রী রেড্ডির ডাকা সাংবাদিক সম্মেলনে সান্ধ্য নাইডু বলেন, " বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে যে ধরনের চরিত্র গুলি দেওয়া হয় সেগুলি হল মা কিংবা কাকিমার চরিত্র। শ্যুটিং সেটে সকালে ওরা আমার 'আম্মা' (মা) ডাকে। আর রাতে সেই তারাই আবার আমায় বিছানায় ডাকে। একজন তো আমায় রাতে ফোন করে আমি কী পরে রয়েছি সেটাও জিজ্ঞাসা করেছিল''।


আরও পড়ুন-কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদ, প্রকাশ্যে পোশাক খুললেন অভিনেত্রী


তবে শুধু সান্ধ্য নাইডু, শ্রী রেড্ডিই নন, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন কে অপূর্ব, সুনীতা রেড্ডি সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রী। তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুনীতা রেড্ডি বলেন, ''আমাকে জোর করে প্রকাশ্যেই জামাকাপড় পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। যেখানে ম্যানেজার আমাকে জামা কাপড় পরিবর্তনের জন্য তারকাদের ভ্যানিটি ভ্যান ব্যবহার করতে বলেন, তার পরেও আমারা ভ্যানিটি ভ্যানে জামা কাপড় পরিবর্তন করার অনুমতি পাই না। আমাদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলা হয়।''


আরও পড়ুন-আড়াই দশক আগে এদিন শ্রীদেবীই ছিলেন জাঁকজমকের মধ্যমণি