কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদ, প্রকাশ্যে পোশাক খুললেন অভিনেত্রী
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অভিযোগ নতুন নয়। এর আগে বহুবার যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিনেত্রীই। 'Me Too' ক্যাম্পেনের মধ্যে দিয়ে আজকাল অনেকেই এর বিরুদ্ধে মুখ খুলছেন। তবে এবার এই কাস্টিং কাউচের বিরুদ্ধেই রাস্তায় অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি।
নিজস্ব প্রতিবেদন: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অভিযোগ নতুন নয়। এর আগে বহুবার যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিনেত্রীই। 'Me Too' ক্যাম্পেনের মধ্যে দিয়ে আজকাল অনেকেই এর বিরুদ্ধে মুখ খুলছেন। তবে এবার এই কাস্টিং কাউচের বিরুদ্ধেই রাস্তায় অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি।
শনিবার হায়দরাবাদের জুবিলি হিলসে তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্সের বাইরে অর্ধনগ্ন হয়ে এই প্রতিবাদ জানান অভিনেত্রী শ্রী রেড্ডি। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিস এসে তাঁকে আটক করে।
শ্রী রেড্ডির অভিযোগ, তিনি কাজ চাইতে গেলে তাঁকে বহুবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এক্ষেত্রে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতার নামে অভিযোগ এনেছেন শ্রী। এর আগে এই একই বিষয়ে স্থানীয় বেশকিছু টিভি চ্যানেলের সামনেও সরব হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ তাঁকে নাকি অনেকেই আপত্তিকর ছবি ভিডিও তুলে পাঠাতে বলেছেন। শ্রীর আরও অভিযোগ তিনি যাতে কোনও ভাবেই সেইসময় পরিচালক, প্রযোজকদের নাম প্রকাশ না করেন তার জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়েছে।