জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদনের জগতের বিখ্যাত নাম সৃজিত মুখোপাধ্যায়। নানান কারণে খবরের শিরোনামে থাকেন তিনি। কখনও তাঁর ছবির জন্য, আবার কখনও বা তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। তবে এবার খবরের শিরোনামে থাকার কারণ একেবারে অন্য। জানলে চমকাবেন আপনিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Kaushambi-Adrit Marriage: লাল বেনারসিতে কৌশাম্বিতে চোখ আটকে আদৃতের, ভাইরাল মালাদবলে 'আদৃশাম্বি'র খুনসুটি!
আগেই জানতে পারা গেছিল, একসঙ্গে ৫ টা পোষ্যের অভিভাবক হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। উলুপী, হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনী-এই হলো তাঁর ৫ পোষ্যের নাম। মজার বিষয় এই ৫ পোষ্যই কিন্তু বল পাইথন। প্রথমে তাঁর বাড়িতে এসেছিল উলুপী, তাঁর ছবি নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্টও করেছিলেন সৃজিত। ভালোবেসে ক্যাপশনে লিখেছিলন, 'তুই হেসে উঠলেই, সূর্য লজ্জা পায়'। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)