আবার সেরার শিরোপা সৃজিতের ঝুলিতে, জাতীয় পুরস্কার পেল `এক যে ছিল রাজা`
সেরা ডেবিউ ডিরেক্টর সাগ্নিক চট্টোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ঘোষণা করা হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা ও বাঙালির ঝুলিতে এল একগুচ্ছ পুরস্কার। সেরা বাংলা ছবির সম্মান পেল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক যে ছিল রাজা'। সেরা নবাগত ডিরেক্টর সাগ্নিক চট্টোপাধ্যায় ও সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং। এছাড়াও বাংলার ঝুলিতে রয়েছে আরও বেশকয়েকটি পুরস্কার।
এক নজরে দেখে নেওয়া যাক ৬৬ তম জাতীয় পুরস্কারের গোটা তালিকা...
সেরা হিন্দি ছবি- অন্ধাধুন
সেরা চিত্রনাট্য-অন্ধাধুন
সেরা অভিনেতা- আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন) ভিকি কৌশল (উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা অভিনেত্রী- কীর্তি সুরেশ (মহান্তি)
সেরা সহ অভিনেত্রী-সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা পরিচালক- আদিত্য ধর ( উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক)
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড- কেদারা (বাংলা ছবি) হেলারু (গুজরাতি ছবি)
সেরা জনপ্রিয় ছবি- বধাই হো
সেরা পরিবেশ বিষয়ক ছবি- পানী ( প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থার ছবি)
সেরা সামাজিক বিষয়ক ছবি- প্যাডম্যান
সেরা ডেবিউ ডিরেক্টর সাগ্নিক চট্টোপাধ্যায় (ফেলুদা তথ্যচিত্রের জন্য মনোনীত সাগ্নিক )
সেরা ছোটদের ছবি- সরকারি হিরিয়া প্রাথমিকা শলে কসরগড়ু (কন্নড় ফিল্ম)
সেরা কোরিওগ্রাফি- পদ্মাবত
সেরা সঙ্গীত পরিচালনা- পদ্মাবত
সেরা সংলাপ- তারিখ
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক- উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক
সেরা পোশাক- মহান্তি
সেরা স্পেশাল এফেক্ট- AWE, KGF
সেরা গায়ক-অরিজিৎ সিং (পদ্মাবত)
সেরা গায়িকা- বিন্দু মালিনী (নিথিছারামি)
সেরা কোরিওগ্রাফার- কৃতি মহেশ ও জ্যোতি তোমর ( ঘুমর, পদ্মাবত)
সেরা আবহ সঙ্গীত-শাশ্বত সচদেবা (উরি : দ্যা সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা শিশু অভিনেতা- পি ভি রোহিত (অনডাল্লা অরাডল্লা) সমীপ সি (হারজিতা), তালহা আরশাদ রেশি
সেরা সাউন্ড ডিজাইনার- বিশ্বদ্বীপ চট্টোপাধ্যায় (উরি)
সেরা সম্পাদনা
সেরা উর্দু ছবি-হামিদ
আরও পড়ুন-৩৭০-এর বিলোপে খুশি, কাশ্মীরে পৈতৃক বাড়িতে ফিরতে চাইলেন অনুপম খেরের মা