নিজস্ব প্রতিবেদন: অনুচ্ছেদ ৩৭০ বিলোপ করা হয়েছে। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেওয়া হয়েছে। মোদীর সরকারের এই সিদ্ধান্তে দ্বিধা-বিভক্ত বলিউড তারকারা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়েছেন, কেউ আবার ভিন্ন মত পোষণ করেছেন। তবে ৩৭০ বিলোপ নিয়ে কিছুটা আবেগতাড়িত অভিনেতা অনুপম খেরের মা দুলারি খের। মায়ের সেই আবেগঘন ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা।
একসময় কাশ্মীর থেকে বিতারিত হতে হয়েছিল সেখানকার আদি বাসিন্দা কাশ্মীরি পণ্ডিতদের। আর তাই কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তে খুশি সবচেয়ে খুশি কাশ্মীরি পণ্ডিতরা। অনুপম খের ও তাঁর মা দুলারি খের নিজেও একজন কাশ্মীরি পণ্ডিত পরিবারে মানুষ। তাই মোদী সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বাসিত দুলারি খের। কাশ্মীর নিয়ে তাঁর মায়ের সেই আবেগঘন ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের। যেখানে উচ্ছ্বাসিত দুলারি খেরকে বলতে শোনা গেছে, '' এই খুশিতে ১০জন মেয়ের কন্যাদান করবে তিনি। এটা তাঁর কাছে পূণ্যের কাজ। উনি কাশ্মীরে ফিরে গিয়ে নিজের পৈত্রিক বাড়িতে থাকতে চান, পূজো দিতে চান। ''
আরও পড়ুন-'অন্তঃসত্ত্বা হতে চাই', ভিকিকে প্রস্তাব মহিলা ভক্তের
তবে শুধু দুলারি খেরই নয়, অনুপম খেরও অনুচ্ছেদ ৩৭০ বিলোপ নিয়ে এটা তাঁর দেখা কাশ্মীর নিয়ে সেরা সিদ্ধান্ত।
আরও পড়ুন-তৈরি হবে মাল্টিপ্লেক্স, ভেঙে গুড়িয়ে ফেলা হল রাজ কাপুরের সাধের আর কে স্টুডিও
৩৭০-এর বিলোপে খুশি, কাশ্মীরে পৈতৃক বাড়িতে ফিরতে চাইলেন অনুপম খেরের মা