জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ১২ বছর পর ফের পর্দায় ফিরছেন বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji)। পয়লা বৈশাখে একাধিক ছবির ঘোষণা করে এসভিএফ ও জিও স্টুডিয়োজ। সেই তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম ছিল ‘দশম অবতার’(Dawshom Awbotaar)। যেখানে শেষ হয়েছিল বাইশে শ্রাবণ, সেই বসুবাটীতেও সম্প্রতি লঞ্চ হয় ‘দশম অবতার’-এর লোগো। হাজির ছিল গোটা টিম। এবার নেটপাড়ায় প্রকাশ্যে এল এই ছবির প্রথম অফিসিয়াল মোশন পোস্টার ও ছবিতে চার মুখ্য চরিত্রের লুক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Sonali Chowdhury: ‘তিনটে বউয়ের গল্প না থাকলেই TRP কম, সিরিয়াল বন্ধ…’, আক্ষেপ সোনালির, এবার সঞ্চালনায় অভিনেত্রী...


পোস্টারে দেখা গেল প্রসেনজিৎ(Prosenjit Chatterjee), যীশু(Jisshu U Sengupta), জয়া আহসান(Jaya Ahsan) ও অনির্বাণের(Anirban Bhattacharya) চেহারার খন্ড চিত্র। তাঁদের খন্ডচিত্রের চারপাশে ভেসে উঠল বিষ্ণুর দশ অবতার তথা মৎস্য (মাছরূপে সত্যযুগে অবতীর্ণ), কূর্ম (কচ্ছপের রূপে সত্যযুগে অবতীর্ণ), বরাহ (বন্য শূকর রূপে সত্যযুগে অবতীর্ণ), নৃসিংহ (অর্ধনরসিংহরূপে সত্যযুগে অবতীর্ণ), বামন  ( খর্বকায় বামনের রূপে ত্রেতাযুগে অবতীর্ণ), পরশুরাম (পরশু অর্থাৎ কুঠারধারী রামের রূপে ত্রেতাযুগে অবতীর্ণ), রাম (অযোধ্যার যুবরাজ ও রাজা রূপে ত্রেতাযুগে অবতীর্ণ), কৃষ্ণ (দ্বাপরযুগে জ্যেষ্ঠভ্রাতা বলরামের সঙ্গে অবতীর্ণ), বুদ্ধ (কলিযুগে বিষ্ণুর নবম অবতার হিসেবে অবতীর্ণ), কল্কি - এই ভবিষ্যৎ অবতার কলিযুগের শেষ পর্বে অবতীর্ণ হবেন বলে মনে করা হয়)-র ছবি। নেপথ্যে শোনা গেল ওম ধ্বনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)