জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে জওয়ান (Jawan) ডে। এদিনই মুক্তি পেয়েছে অ্যাটলির(Atlee) ছবি ‘জওয়ান’। সকাল থেকে সারা দেশের মতো কলকাতাতেও বইছে শাহরুখ সাইক্লোন। সমালোচক থেকে সাধারণ দর্শক সবার মুখেই শাহরুখ বন্দনা। প্রথমদিন সিনেমা দেখতে হাজির টলিপাড়ার তারকারাও। কেমন লাগল তাঁদের শাহরুখের(Shah Rukh Khan) ‘জওয়ান’?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Jawan Review: কৃষক আত্মহত্যা থেকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে ‘জওয়ান’, প্রথম বলেই ছক্কা হাঁকালেন শাহরুখ...


সকাল সকাল নবীনা সিনেমা হলে জওয়ান দেখতে হাজির সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukherjee)। এই পুজোয় আসতে চলেছে তাঁদের দুজনের ছবি ‘দশম অবতার’ ও ‘রক্তবীজ’। বক্স অফিসে মুখোমুখি হওয়ার আগে দুজনে একসঙ্গে হাজির হয়েছেন শাহরুখের জওয়ান দেখতে। কেমন লাগল সেই ছবি? জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে তখনও তিনি হলের মধ্যেই ছিলেন। তারই মাঝে বললেন, ‘মাইন্ড ব্লোয়িং। এসআরকে একটা ইমোশন। সব ছাড়িয়ে চলে গেছে। আর কিছু বলার নেই’। অন্যদিকে সৃজিত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রাজনৈতিক, সর্বসাধারণের, প্রযুক্তির দিক থেকে অনবদ্য। যেমন খোকা ভবিষ্যদ্বানী করেছিল, কিং ইজ ট্রুলি ব্যাক (রাজা সত্যিই ফিরেছেন)।’



প্রসঙ্গত, অ্যাকশন থ্রিলার এই ছবির গল্প ও ছবির পরিচালকের আসনে অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোন। দ্বৈত চরিত্রে দেখা যাবে কি শাহরুখকে, নাকি রয়েছে অন্য টুইস্ট, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। একদিকে তিনি পুলিস অফিসার তো অন্যদিকে অপহরণকারী। ছবির মিউজিকের দায়িত্বে অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে টলিপাড়া। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)