নিজস্ব প্রতিবেদন: বাবাই দার মৃত্যুর পর থেকেই যেন কেমন একটা হয়ে গিয়েছে মেহুল। আজকাল যেন বড়ই আনমোনা থাকে সে। ঘুমের মধ্যেই আঁতকে ওঠে। জীবনকে যেন ঘিরে ধরেছে একরাশ শূন্যতা। সেই প্রাণোচ্ছল মেয়েটি এক ধাক্কায় কোথায় যেন হারিয়ে গিয়েছে। কোনও রকমেই জীবনটাকে যেন বয়ে নিয়ে চলছে মেহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, মুক্তি পাওয়া 'পরিণীতা'র দ্বিতীয় গান 'সেই তুমি'-তে ধরা পড়লেন এ এক অন্য শুভশ্রী। এখানে মেহুল রূপে শুভশ্রীকে খানিকটা কৃষ্ণপ্রেমে পাগলিনী রাধার মতোই মনে হয়েছে।


আরও পড়ুন-'জাজমেন্টাল হ্যায় কেয়া'র নির্মাতাদের বিরুদ্ধে কনসেপ্ট চুরির অভিযোগ হাঙ্গেরির ফটোগ্রাফারের



পরিণীতার টিজারে দেখা গিয়েছিল ধরা পড়েছিল প্রাণোচ্ছল স্কুল পড়ুয়া মেহুল। সে পাড়ার বাবাইদার প্রেমে পাগল। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই বদলে গেল গল্পের মোড়। সেখানে হঠাৎই বাবাই দাকে আত্মহত্যার করার দৃশ্যটি হয়ত দর্শকদের কাছে অযাচিতই ছিল। তবে সবমিলিয়ে ছবির ট্রেলার মন কেড়েছিল দর্শকদের। তবে এবার মুক্তি পাওয়া ছবির 'সেই তুমি' গানের দৃশ্যে ভালোবাসা, ভয়, অসহায়তাকে নিজের অভিনয় দক্ষতায় শুভশ্রী যেভাবে ফুটিয়ে তুলেছেন তা দর্শকদের মন কেড়েছে। এই গানটি গেয়েছেন অর্ক মুখোপাধ্যায়।


প্রসঙ্গত পরিণীতা মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর।