জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সঞ্চালনায় ফিরছেন সুদীপ্তা চক্রবর্তী। সান বাংলার নতুন গেম-শো "লাখ টাকার লক্ষ্মীলাভ"-এ এবার থেকে তাঁকে দেখা যাবে। নতুন ধরণের গেম শো এই 'লাখ টাকার লক্ষ্মীলাভ'।বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Abhishek Bachchan: 'কথা বলতে চাই, কারণ...', ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদের মাঝেই অন্য সুখবর অভিষেকের...


 চারটে রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে থাকবেন জাতীয়পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই গেম-শো নিয়ে উনি বলেন, "নন ফিকশন শোয়ের সঞ্চালনার ইচ্ছে বরাবরই ছিল। সুযোগও এসেছিল, কিন্তু শেষমেশ আর হয়ে ওঠেনি। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় যখন এই শোয়ের প্রস্তাব এল তখন আমিও রাজি হয়ে গেলাম। কারণ এই শোয়ে সঞ্চালিকাকে যেভাবে দেখানো হবে, তা খুব অন্যরকম। যা আমার চিন্তাধারার সঙ্গে মিলে যায়। আশাকরি, এই শোয়ের মাধ্যমে দর্শকের আরও ভালবাসা পাব‌।"


আরও পড়ুন- FACT CHECK: খিটখিটেমির শাস্তি! আচমকাই জয়ার সুস্থ মায়ের 'প্রয়াণ' ঘোষণা?


"লাখ টাকার লক্ষ্মীলাভ" নিছক একটা গেম-শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই নয়া উদ্যোগ। নভেম্বরেই  সান বাংলার পর্দায় দেখা যাবে "লাখ টাকার লক্ষ্মীলাভ"।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)