নিজস্ব প্রতিবেদন : এবার পুজোটা অন্যরকম। তবে পুজোয় বাঙালি আনন্দ করবে না তা কি হয়? করোনা আবহের মধ্যেও সাবধানতা অবলম্বন করেই আনন্দ খুঁজে নিচ্ছেন বাঙালিরা। প্যান্ডেল হপিং নাইবা হল, পুজোর গান, পুজোর আড্ডার মধ্যে দিয়েই আনন্দ করছেন সকলে। বাঙালির সঙ্গীত প্রীতির কথা মাথায় রেখেই প্রত্যেকবারের মত এবারও পুজোয় মুক্তি পেয়েছে অসংখ্য গান। তার মধ্যে রয়েছে সুনিধি চৌহানের গাওয়া 'দুগ্গা দুগ্গা' গানটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্গাপুজোকে কেন্দ্র করে কীভাবে বাংলা আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে, সেটাই ধরা পড়েছে সুনিধির গাওয়া 'দুগ্গা দুগ্গা' গানে। গানটি মুক্তি দেওয়ার পাশাপাশি SVF-এর তরফে ইউটিউবের ক্যাপশানে লেখা হয়েছে, ''এবারের পুজোটা একটু অন্যরকম। ভালো - মন্দ মিশিয়ে বাঙালির সুপরিচিত উৎসব এইবার খানিকটা নাগালের বাইরে। কিন্তু তাতে পাল্টায়নি কুমোরটুলির টান, পাল্টায়নি শরতের মেঘ, পাল্টায়নি ঢাকের আওয়াজ, আর মানুষের মনে পুজো পুজো আমেজটার  সাথে তো জন্ম - জন্মান্তরের সম্পর্ক ! দুর্গাপুজোর এই মনমাতানো আগমনী সুরে মাতোয়ারা হন সুনিধি চৌহানের কন্ঠে তার প্রথম পুজোর গানে।'' 


আরও পড়ুন-'বলো দুগ্গা মাঈকি', জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে মুক্তি পেল আরও একটি পুজোর গান


গানটির দৃশ্যায়নে কুমারটুলিতে ঠাকুর তৈরি থেকে দুর্গাপুজোয় ঢাকে কাঠি পড়া পর্যন্ত সবকিছু উঠে এসেছে...



'দুগ্গা দুগ্গা' গানের গীতিকার ইন্দ্রনীল দাস, গানটিতে সুর দিয়েছেন কৌশিক-গুড্ডু।


আরও পড়ুন-পুজোর সাজের প্রস্তুতিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, পোস্ট করলেন ভিডিয়ো