ওয়েব ডেস্ক: কিস কা কিসসা। 'ঢিসুম' ছবির অইটেম নম্বরে হঠাত্‍ই পরিণীতি চোপড়াকে চুমু খান বরুণ ধাওয়ান। শুটিংয়েও সবাই অবাক। কিন্ত কী হয়েছিল সেদিন? এবার সে খবরই দেব আপনাদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 


আরও পড়ুন- আর রোগা হতে নারাজ পরিণীতি চোপড়া



সাংবাদিকরা সবাই জড়ো হয়েছিলেন ঢিসুম-এর আইটেম সং জানেমন আ-র লঞ্চে। হঠাত্‍ই সবাইকে অবাক করে দিয়ে পরিণীতি চোপড়াকে চুমু খেয়ে ফেললেন বরুণ ধাওয়ান। সবাই বিব্রত। পরিণীতিও কি খানিকটা বিব্রত নন? কিস কিসসার রহস্য খুললেন তাঁরাই।


জানেমন আ গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট হয়েছে। এই গান কি পরিণীতির ভাণ্ডারে কিছু ছবিও এনে দিতে পারবে?