বলা নেই কওয়া নেই, সাংবাদিকদের সামনে এই নায়িকাকে সটান চুমু খেয়ে ফেললেন নায়ক
কিস কা কিসসা। `ঢিসুম` ছবির অইটেম নম্বরে হঠাত্ই পরিণীতি চোপড়াকে চুমু খান বরুণ ধাওয়ান। শুটিংয়েও সবাই অবাক। কিন্ত কী হয়েছিল সেদিন? এবার সে খবরই দেব আপনাদের।
ওয়েব ডেস্ক: কিস কা কিসসা। 'ঢিসুম' ছবির অইটেম নম্বরে হঠাত্ই পরিণীতি চোপড়াকে চুমু খান বরুণ ধাওয়ান। শুটিংয়েও সবাই অবাক। কিন্ত কী হয়েছিল সেদিন? এবার সে খবরই দেব আপনাদের।
আরও পড়ুন- আর রোগা হতে নারাজ পরিণীতি চোপড়া
সাংবাদিকরা সবাই জড়ো হয়েছিলেন ঢিসুম-এর আইটেম সং জানেমন আ-র লঞ্চে। হঠাত্ই সবাইকে অবাক করে দিয়ে পরিণীতি চোপড়াকে চুমু খেয়ে ফেললেন বরুণ ধাওয়ান। সবাই বিব্রত। পরিণীতিও কি খানিকটা বিব্রত নন? কিস কিসসার রহস্য খুললেন তাঁরাই।
জানেমন আ গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট হয়েছে। এই গান কি পরিণীতির ভাণ্ডারে কিছু ছবিও এনে দিতে পারবে?