নিজস্ব প্রতিবেদন : ​মহেশ ভাটের পরামর্শেই সুশান্ত সিং রাজপুতকে চিকিতসকের কাছে নিয়ে যাওয়া হয়! মহেশ ভাটই রিয়াকে পরমর্শ দিয়েছিলেন চিকিতসকের কাছে নিয়ে যাওয়ার জন্য! জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকের নাম উল্লেখ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বড়সড় প্রশ্ন তুলে দিলেন অভিনেতার পারিবারিক বন্ধু নীলোতপল মৃণাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​বাবার দ্বিতীয় বিয়ের পরই দূরে সরে যান সুশান্ত ? শিবসেনা সাংসদের মন্তব্যের পরই শোরগোল


সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে সুশান্তদের পারিবারিক বন্ধু বলেন, সুশান্তের অ্যাকাউন্ট থেকে হঠাত করে ১৫ কোটি কোথায় গায়েব হয়ে গেল! সুশান্তের চিকিতসার জন্য যদি ওই অর্থ তুলে নেওয়া হয়, তাহলেও যোগ কিংবা চিকিতসার খরচ বাবাদ ওই পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে না। পাশাপাশি সুশান্তের কীভাবে মৃত্যু হল, সেই রহস্যের সমাধান এখনও হয়নি। তবে এবার সিবিআই নিজেদের হাতে তদন্তভার তুলে নিয়েছে। শিগগিরই সুশান্তের মৃত্যুর রহস্যের জট খোলা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আরও পড়ুন : 'মৃত্য়ুর পর পা মোচড়ানো ছিল সুশান্তের', দাবি অ্যাম্বুলেন্স চালকের সহকারির


এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করতে ফরিদাবাদে হাজির হয় সিবিআই। ফরিদাবাদের পুলিস সুপার ও পি সিংয়ের বাড়িতেই সুশান্তের বাবার বয়ান রেকর্ড করা হয় বলে খবর।