নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিস যে বিবৃতি নিয়েছিল, তা মারাঠি ভাষায় লেখা হয়েছিল।  তাতে আদপে কী লেখা ছিল, তা বোঝার উপায় ছিল না। আর সেটাতেই জোর করে সুশান্তের পরিবারকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল। সাংবাদিক সম্মেলন করে একথাই স্পষ্ট করলেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইনজীবী বিকাশ সিং জানান, ''সুশান্তের পরিবার কোনওদিনই বিবৃতিতে বলেনি, যে অভিনেতা আত্মহত্যা করেছেন। এমনকি তাঁর পরিবারের বিবৃতি যখন মারাঠিতে লেখা হচ্ছিল, সুশান্তের পরিবার তাতে বাধা দেয়। তবে সেটা মুম্বই পুলিস গ্রাহ্য করেনি। উল্টো একপ্রকার জোর করে তাতে সই করিয়ে নেয়।''


আরও পড়ুন-সুশান্তের অর্থের উপর পরিবারের নজর, এমন গুজব ছড়ালে আইনি পদক্ষেপ : আইনজীবী


বিবৃতি কি হিন্দিতে পড়ে শোনানো হয়েছিল? এ প্রশ্নের উত্তরে বিকাশ সিং বলেন, ''বিবৃতি মারাঠিতে লেখা ছিল। সেটা সুশান্তের পরিবারের কারোর পক্ষেই পড়া সম্ভব ছিল না। যেটা মুখে বলা হচ্ছে, সেটাই লেখা রয়েছে কিনা, তা মারাঠি পড়তে না জানলে কীভাবে বোঝা সম্ভব? এটা তো সাধারণ বিষয়।''


আইনজীবী বিকাশ সিং আরও স্পষ্ট করেন, মুম্বই পুলিস মারাঠিতে বিবৃতি লেখার কারণেই সুশান্তের পরিবার প্রথমে ধোঁয়াশায় ছিল। সেকারণেই তাঁরা অপেক্ষা করেছিলেন মুম্বই পুলিস কোনও পদক্ষেপ নেয় কিনা। সেটা যখন হল না, তখনই পাটনাতে FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। প্রসঙ্গত, সুশান্ত মামলায় কে কে সিং রাজপুত পাটনায় FIR দায়ের করেছিলেন ২৫ জুলাই। আর অভিনেতার মৃত্যু হয় ১৪ জুন।