নিজস্ব প্রতিবেদন : সুশান্ত রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিটানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল মুম্বই পুলিস। রবিবার অর্থাত ২১ জুন সিদ্ধার্থ পিটানি হাজির হন ব্যান্দ্রা থানায়। সিদ্ধার্থকে দেখার পরই ঝলসে উঠতে শুরু করে পাপারাতজির ক্যামেরার ফ্ল্যাশ। বাবার সঙ্গে ব্যান্দ্রা তানায় হাজির হন সিদ্ধার্থ পিটানি। তবে পাপারাতজির সামনে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : সুশান্তের শেষকৃত্যে রিয়াকে দেখতে চান না,স্পষ্ট জানিয়ে দেয় অভিনেতার পরিবার


রিপোর্টে প্রকাশ, সুশান্তের ব্যান্দ্রার অ্যাপার্টমেন্টে তাঁর সঙ্গে বেশ কয়েকদিন ছিলেন সিদ্ধার্থ পিটানি। সেই অনুযায়ীই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


আরও পড়ুন  : সুশান্তের ব্যান্দ্রার আগের ফ্ল্যাট ছিল ভূতুড়ে, দাবি রিয়ার


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুলিসের তরফে জানানো হয়, গত ১০ দিন ধরে সুশান্ত যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, যোগাযোগ করেছিলেন , তাঁদের প্রত্যেককে পুলিস জিজ্ঞাসাবাদ করবে। তবে সেই তালিকায় কারা কারা রয়েছেন, সে বিষয়ে জানা যায়নি কিছু। তবে সুশান্তের বিশেষ বন্ধু রিয়া চক্রবর্তীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। রিয়ার পরই এবং ডাকা হয় সিদ্ধার্থ পিটানিকে।