সুশান্তের ব্যান্দ্রার আগের ফ্ল্যাট ছিল ভূতুড়ে, দাবি রিয়ার

একাধিক তথ্য সামনে আনেন রিয়া

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 19, 2020, 08:13 PM IST
সুশান্তের ব্যান্দ্রার আগের ফ্ল্যাট ছিল ভূতুড়ে, দাবি রিয়ার

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের ব্যান্দ্রার আগের ফ্ল্যাট ছিল ভূতুড়ে। সুশান্তের সঙ্গে ব্যান্দ্রার ওই ফ্ল্যাটে থাকার সময় অস্বাভাবিক কিছুর আশ্বাস পেয়েছিলেন তিনি। এমনকী, সুশান্তও টের পেয়েছিলেন কোনও কিছুর অস্তিত্ব। সেই কারণেই ব্যান্দ্রার ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে চার্টার রোডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চলে যান সুশান্ত-রিয়া। 

আরও পড়ুন : সুশান্তের শেষকৃত্যে রিয়াকে দেখতে চান না,স্পষ্ট জানিয়ে দেয় অভিনেতার পরিবার

চার্টার রোডের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ৩টি বেডরুমের সঙ্গে একটি হলঘরও ছিল সুশান্তের। যার জন্য প্রতি মাসে সাড়ে চার লক্ষ করে ভাড়া গুনতেন সুশান্ত। তবে রিয়া ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে চাননি। সুশান্তকে একা থাকতে দেওয়ার জন্যই তিনি ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন বলে জানান পুলিসকে।

আরও পড়ুন : অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ভেঙে ভুল করেছেন, চিকিতসককে জানিয়েছিলেন সুশান্ত!

এদিকে সুশান্তের শেষকৃত্য যাতে রিয়া হাজির না হন, তার জন্য পরিবারের তরফে পরামর্শ দেওয়া হয়। তবে রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের কারওরই সেভাবে ভাল সম্পর্ক ছিল না বলে জানা যায়।

.