নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইকে দেওয়া হয়, েসই দাবিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দারস্থ হচ্ছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে সিবিআইয়ের হাতে দেওয়া হয়, সেই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে অন্তর্জালে ট্রেন্ড করাতে শুরু করেছেন বেশ কয়েকজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পরম নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমিয়ে সুশান্ত, এসএসআর-এর ছবি দেখে চোখে জল নেট জনতার 


মৃত্যুর পর সুশান্ত সিং রাজপুত যাতে বিচার পান, সেই দাবিতেই নেটিজেনদের একাংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামের সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়ে দাবি ট্রেন্ড করাতে শুরু করেছেন অন্তর্জালে। কেউ কেউ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করতে শুরু করে দিয়েছেন অন্তর্জালে।


আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর পর ব্যাগ থেকে প্যান কার্ড, আধার কার্ড টেনে বের করেন সন্দীপ!


দেখুন...


 





তবে শুধু নেটিজেনরাই নন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়, েসই দাবিতে সরব হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন, পায়েল রোহতগিরা। যদিও সুশান্তের পরিবারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।


অন্যদিকে লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান, কংগ্রেসের সঞ্জয় নিরূপম-রাও সুশান্তের মৃত্য়ুর প্রতিবাদে সরব হতে শুরু করেছেন। চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন। সুশান্তের মৃত্যুর তদন্ত য়াতে ঠিক পথে এগোয়, সে বিষয়ে মহারাস্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বলে খবর।