নিজস্ব প্রতিবেদন : রিয়া চক্রবর্তীকে সাহায্য করছেন সিদ্ধার্থ পিটানি। সুশান্ত সিং রাজপুতের বন্ধু তথা ফ্ল্যাটমেট অত্যন্ত 'বুদ্ধিমান অপরাধী'। তাঁর কাজকর্ম অত্যন্ত 'সন্দেহজনক'। সেই কারণেই রিয়া চক্রবর্তীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই পালটে যায় সিদ্ধার্থ পিটানির ব্যবহার। তাঁর গতিবিধি সন্দেহজনক। এবার প্রকাশ্যে েমনই মন্তব্য করলেন কে কে সিংয়ের আইনজীবী বিকাশ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ছেলের কথা জানতে চেয়ে বার বার রিয়াকে মেসেজ করেও উত্তর পাননি সুশান্তের বাবা!


সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাক্ষাতকারে বিকাশ সিং সিদ্ধার্থ পিটানিকে 'বুদ্ধিমান অপরাধী' বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, সিদ্ধার্থ রিয়াদের ক্রমাগত সাহায্য করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন সুশান্তের বাবার আইনজীবী।


 



আরও পড়ুন : বাথটাবে পড়েই শেষ? শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করুক সিবিআই, দাবিতে সরব নেট জনতা


এদিকে সোমবার রিয়া চক্রবর্তীর পর এার সিদ্ধার্থ পিটানিকেও একটানা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, সুশান্তকে কে ওষুধ দিতেন, কে যোগ করাতেন! এসব বিষয়েও সম্প্রতি প্রশ্ন করা হল, কার্যত ভড়কে যেতে দেখা যায় সিদ্ধার্থকে। যা দেখে সন্দেহ দানা বাঁধতে শুরু করে।


শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য সুশান্তের পরিবারের তরফে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সিদ্ধার্থ পিটানি। এ বিষয়ে মুম্বই পুলিসকে ইমেল করেন সিদ্ধার্থ।