নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যুর পর, ন্যায়বিচারের দাবিতে অভিনেতার পরিবারে সবথেকে বেশি যিনি সরব হন, তিনি হলেন শ্বেতা সিং কীর্তি। অভিনেতার অন্যান্য দিদিদের মধ্যে তাঁকেই সবথেকে বেশি ভাইকে নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল। প্রতিদিনই শ্বেতা সিং কীর্তিকে সোশ্যালে কোনও না কোনও পোস্ট দিতে দেখা যেত। তবে বুধবার হঠাৎই নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন সুশান্তের দিদি শ্বেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কেন এমনটা করলেন শ্বেতা? তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করার পিছনে কী কারণ থাকতে পারে?


এবিষয়টি অবশ্য স্পষ্ট নয়। এদিকে ১৪ অক্টোবরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৪ মাস পার হয়েছে। তাঁর মৃত্যুর ৪ মাসের পূর্তিতেই কেন এমনটা করলেন শ্বেতা? প্রশ্ন উঠছেই। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে মৃত্যু হয় অভিনেতার। তারপর থেকে শ্বেতার কাছে ন্যায়বিচারের পক্ষে লড়াই করার শক্তি ছিল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। 


আরও পড়ুন-বিনোদন দুনিয়ায় পা রাখছেন অঙ্কিতার বোন, প্রকাশ্যে আশিতার 'হট' ফটোশ্যুট




আরও পড়ুন-এজাজকে কাছে পেতে অভিনেতাকে চুমু ,'নাটক করছেন পবিত্র পুনিয়া', কটাক্ষ নেটিজেনদের


এদিকে বুধবার সকালেও সুশান্তের মৃত্যুর ৪ মাসের পূর্তি উপলক্ষে অভিনেতার একটি অদেখা ভিডিয়ো শেয়ার করেছিলেন শ্বেতা সিং কীর্তি। ক্যাপশনে লিখেছেন, ''সত্যিকারের অনুপ্রেরণা #দিয়েছিলেন ইম্মোর্টাল সুশান্ত (অমর সুশান্ত"। গতকাল শ্বেতা সিং কীর্তি #মনকীবাতফর এসএস আর-এর প্রচারের একটি অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন। যেখানে তিনি অভিনেতার অনুরাগীদের কাছে অনুরোধ করেছিলেন  ১৪ ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা রেকর্ড করে পাঠাতে। পোস্টটিতে সুশান্ত সিং রাজপুতের একটি ছবিও ছিল। তবে ঠিক কবে এই অনুষ্ঠানটি হবে তার নির্দিষ্টি তারিখ অবশ্য শ্বেতা উল্লেখ করেননি।