এজাজকে কাছে পেতে অভিনেতাকে চুমু ,'নাটক করছেন পবিত্র পুনিয়া', কটাক্ষ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : এজাজ খানের সঙ্গে পবিত্র পুনিয়ার প্রেম? বি'গ বস'-এর ঘরে এজাজ-পবিত্রর প্রেম নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। এজাজকে চুমু খেতেও ছাড়লেন না পবিত্র। যদিও নেটিজেনদের দাবি এজাজ-পবিত্রর প্রেমটা পুরোটাই লোক দেখানো, নকল।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিয়োতে রুবিনা দিলায়েকের সঙ্গে নানান কথা শেয়ার করতে দেখা যাচ্ছে পবিত্রকে। যেখানে পবিত্র পুনিয়াকে বলতে শোনা যাচ্ছে, ''আমি ওর কাছে পৌঁছনোর অনেক চেষ্টা করেছি। আমি এটা জিনিস অকৃত্রিমভাবে চেষ্টা করেছি। কারণ, মানুষটা ভালো। আমার মনে হয়েছিল এই ভিড়ের মধ্যে ও আমাকে বুঝতে পারবে। আমি ওর কাছে আরও সহজ হওয়ার চেষ্টা করছিলাম। তবে ভালোবাসা একতরফা কখনও হয় না। আমি ওর মধ্যে একাকীত্ব দেখেছি, তাই ওকে হারাতে চাই নি।''

আরও পড়ুন-'থালাইভি'র জন্য ওজন বাড়িয়েছিলেন, ফের ২০ কেজি ওজন কমালেন কঙ্গনা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

যদিও এজাজ খানের প্রতি পবিত্র পুনিয়ার ভালোবাসার কথা ঠিক বিশ্বাস হয়নি নেটিজেনদের। তাঁদের কথায়, এক সপ্তাহের মধ্যে কীভাবে কেউ কাউকে ভালোবেসে ফেলতে পারে?

একজন লিখেছেন, ''পবিত্রর মতো এজাজ খানের প্রতি ওঁর ভালোবাসাটাও নকল। এজাজ খানের আবেগ নিয়ে পবিত্রর খেলা উচিত নয়। এটা শুধুমাত্র ওর 'বিগ বস'-এ থাকার একটা চাল। যদি কারোর পাশে না থাকতে পারো, তাহলে নিজের স্বার্থের জন্য তাঁর কাধে মাথাটাও রেখো না। কালই নমিনেশন হল, আর কালই প্রেম হয়ে গেল!!''

আরও একজন লিখেছেন, '' কী নাটক!... বিগ বস-এ দয়া করে এই নাটক দেখানো বন্ধ হোক।'' 

আরও একজন লিখেছেন, '' গত সপ্তাহেই তো ও রাহুলের সঙ্গে ব্যস্ত ছিল!...এক সেকেন্ডের জন্য যদি ধরেও নি, ওনার অনুভূতিটা সত্যি, তাহলেও বলব যদি অন্যজন আগ্রহী না হন, তাহলে তাঁকে বাধ্য করতে পারেন না। একেই উনি কষ্ট পেয়েছেন দয়া করে তাঁর পক্ষে এটি আরও কঠিন করে তুলবেন না।''

এছাড়াও উঠে এসেছে নানান মন্তব্য...

যদিও পবিত্র পুনিয়ার এজাজ খানকে চুমু খাওয়ার ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-রোহনপ্রীতে মগ্ন নেহা কক্কর, সামনে এল 'নেহু দ্যা বিয়া'র পোস্টার

English Title: 
Bigg Boss 14: Pavitra Punia cosies up to Eijaz Khan, Twitter says the romance is ‘fake’. Watch
News Source: 
Home Title: 

এজাজকে কাছে পেতে অভিনেতাকে চুমু ,'নাটক করছেন পবিত্র পুনিয়া', কটাক্ষ নেটিজেনদের

এজাজকে কাছে পেতে অভিনেতাকে চুমু ,'নাটক করছেন পবিত্র পুনিয়া', কটাক্ষ নেটিজেনদের
Yes
Is Blog?: 
No