`জয় জয় শিব শম্ভু` গাইছেন সুশান্ত, ভাইয়ের জন্য প্রার্থনা করুন; আবেদন অভিনেতার দিদির
পুরনো ভিডিয়ো শেয়ার করেন শ্বেতা সিং কৃতি
নিজস্ব প্রতিবেদন : জয় জয় শিব শম্ভু গাইছেন সুশান্ত সিং রাজপুত। নিজের ঘরের মধ্যে বসে গিটার হাতে নিয়ে প্রার্থনা করছে সুশান্ত। এবার এসএসআরের সেই ভিডিয়োই শেয়ার করলেন অভিনেতার দিদি শ্বেতা সিং কৃতি।
আরও পড়ুন : ইউরোপ থেকে ফেরার পর সব সময় শুয়ে থাকতেন সুশান্ত, পাশের ঘরে পার্টি চলত রিয়ার!
দেখুন...
ভাইয়ের পুরনো ভিডিয়ো শেয়ার করে শ্বেতা সিং কৃতি প্রয়াত অভিনেতার ভক্তদের কাছে আবেদন করেন প্রার্থনা করার। সুশান্ত সিং রাজপুত যাতে বিচার পান, ঈস্বরের কাছে যেন সবাই সেই প্রার্থনাই করেন। এমন মন্তব্য করতে দেখা যায় শ্বেতা সিং কৃতিকে। তাঁর ভাইয়ের বিচার পাওয়ার জন্য যাতে সবাই প্রার্থনা করেন, সেই আবেদনও করতে দেখা যায় শ্বেতা সিং কৃতিকে।
আরও পড়ুন : আইনের উপর ভরসা আছে, সত্যি সামনে আসবে, মুখ খুললেন রিয়া চক্রবর্তী
এদিকে সুশান্তের মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন রিয়া চক্রবর্তী। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাজির হন রিয়া। ঈশ্বর এবং আইনের উপর তাঁর ভরসা আছে। সত্যি একদিন ঠিকই সামনে আসবে বলে মন্তব্য করতে দেখা যায় রিয়াকে। শুধু তাই নয়, চোখে জল নিয়ে রিয়া সত্যমেব জয়তে বলেও মন্তব্য করেন ওই ভিডিয়োতে। রিয়ার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় অর্ন্তর্জালে।