জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ললিত মোদী(Lalit Modi)এর সঙ্গে সুস্মিতা সেন(Sushmita Sen)এর সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, শেষপর্যন্ত কিনা দূর্নীতির দায়ে বহিষ্কৃত ললিতের সঙ্গে সম্পর্কে জড়ালেন বঙ্গ ললনা? তবে শুধু নেটিজেনরা নয়, এমন খবরে স্তম্ভিত খোদ অভিনেত্রীর বাবা সুবীর সেন। Zee ২৪ ঘণ্টার কাছে ফোনেই এখবর প্রথমবার শুনলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টাকে ফোনে ঠিক কী বলেছেন সুবীর সেন? তিনি স্পষ্ট বলেন, ''আমার কাছে এখনও পর্যন্ত এমন কোনও খবর আসেনি। আমি জানি না, খবরটা কতটা সত্যি। আমার সঙ্গে সুস্মিতার এবিষয়ে কোনও কথাই হয়নি। আমি আপনাদের কাছ থেকেই এখবর প্রথমবার পেলাম।'' খবরটা যখন জানতে পারলেন, এবার কি তবে মেয়েকে ফোন করবেন? এমন প্রশ্নে সুবীর সেন বলেন, 'নাহ, ফোন করলে সুস্মিতাই করবে। তবে খবর সত্যি হলে না হয় শুভেচ্ছা জানাব'।


আরও পড়ুন-নেটপাড়া স্তম্ভিত, ললিত মোদীর প্রেমে ভাসছেন সুস্মিতা সেন!


বৃহস্পতিবার হঠাৎই, সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।




প্রসঙ্গত, গত মাসেই রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন বঙ্গ ললনা সুস্মিতা। জানিয়েছিলেন, বন্ধুত্ব দিয়েই তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল, তাঁরা চিরকাল বন্ধু থাকবেন। টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু হয়েছিল ললিত মোদীর হাত ধরেই। আইপিএল-এর জনক বলা হয় তাঁকে। যদিও পরবর্তীকালে দূর্নীতির অভিযোগ ওঠে ললিত মোদীর বিরুদ্ধে। টাকা তছরুপের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তদন্ত শুরুর পরই দেশ ছাড়েন ললিত মোদী। তারপর থেকে লন্ডনেই রয়েছেন তিনি। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)