নিজস্ব প্রতিবেদন : অভিনয় দুনিয়ায় পা রেখে ফেললেন সুস্মিতা সেন কন্যা রেনে। সৌজন্যে শর্ট ফিল্ম 'সুট্টাবাজি'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে  'সুট্টাবাজি'র ট্রেলার। যেখানে দিয়া কুমার নামে এক কিশোরীর চরিত্রে দেখা গিয়েছে রেনেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'সুট্টাবাজি' ট্রেলারের শুরুতে বিদ্রোহী কিশোরী দিয়া কুমারের ভূমিকায় রেনেকে অনলাইন ক্লাস নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। রেনেকে বলতে শোনা যায়, ''জীবন শেষ হয়ে যাবে কিন্তু অনলাইন ক্লাস শেষ হবে না।'' আবার কখনও বাথরুমে লুকিয়ে লুকিয়ে ধূমপান করতেও দেখা যায় রেনেকে। আবার ধরা পড়ে যাওয়ার ভয়ে রুম ফ্রেশনার ব্যবহার করতেও ভোলেনা সে। 'সুট্টাবাজি'তে অভিনেতা রাহুল বোহরাকে দেখা গেল দিয়ার (রেনে) বাবা মিহির কুমারের ভূমিকায়। আর কোমল ছাবারিয়াকে দেখা গেল দিয়ার মা সাবিত্রী কুমারের ভূমিকায়। ট্রেলারে উঠে এল 'ফ্যামিলি ড্রামা'। যেখানে দিয়ার বাবা মিহির কুমারকে মেয়ে ও স্ত্রীর বিরক্তির মুখোমুখি হতে দেখা যায়। ট্রেলারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির পরিচালক কবীর খুরানা।


আরও পড়ুন-'১৮ হলে নিজের জন্মদাতা বাবা-মাকে খুঁজে নিতে পারো', শুনে কী বলেছিলেন সুস্মিতা কন্যা?




মূলত লকডাউনে বাবা-মা আর তাঁদের বছর ১৯ এর মেয়ের গল্পই উঠে এসেছে ছবির ট্রেলারে। খুব শীঘ্রই মুক্তি পাবে রেনে সেন অভিনীত  'সুট্টাবাজি' শর্ট ফিল্মটি।


আরও পড়ুুন-বিজ্ঞাপনে সুশান্তকে বিদ্রুপ! রণবীরের উপর চটলেন সুশান্ত অনুরাগীরা, উঠল বয়কটের ডাক