জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা জিৎ ও অভিনেত্রী স্বস্তিকার প্রেম একটা সময় ছিল ওপেন সিক্রেট। যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনোদিন কথা বলেননি তাঁরা, তবে লুকোছাপাও করেননি। সেই প্রেম ভেঙেছে, মাঝে কেটে গিয়েছে বিস্তর সময়ও, প্রায় এক যুগ। গতকাল ছিল জিতের ৪৬তম জন্মদিন। সেদিন রাতে কারোর নাম না নিয়েই একটি পোস্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নেটিজেনদের ধারণা, সেই পোস্টে জিতের কথাই  লিখেছেন স্বস্তিকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dua Lipa | Shah Rukh Khan: শাহরুখের গানে কনসার্ট মাতালেন ডুয়া লিপা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো...


মধ্যরাত পেরোনোর পর ‘প্রথম প্রেম’-এর জন্মদিন নিয়ে একটি পোস্ট করেন স্বস্তিকা। তিনি লেখেন, 'জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিলো/আছে। ১২ টা বেজে গেল। কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অবধি সময় থাকে। সূর্যোদয় না হওয়া অবধি আজ ৩০ নভেম্বর। শুভ জন্মদিন প্রথম প্রেম। সব যায়। স্মৃতিটুকু রয়ে যায়। যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না রাখছেনা সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হল। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম'। এই ক্যাপশনের সঙ্গেই জিতের সঙ্গে অভিনীত 'ক্রান্তি' ছবির একটি গান শেয়ার করেন স্বস্তিকা। 


আরও পড়ুন- Kabir Suman on Bangladesh: 'পতাকায় নয় কিছুই শুরু / পতাকায় নয় শেষ...', ভারত-বাংলাদেশ অশান্তির আবহে কলম ধরলেন কবীর সুমন...


যেখানে ইন্ডাস্ট্রিতে সম্পর্ক নিয়ে শুধুই লুকোছাপা চলে আর বিচ্ছেদের পর মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়, সেখানে প্রাণ খুলে নিজের প্রথম প্রেমের কথা লেখায় স্বস্তিকাকে অনেকেই বাহবা দিয়েছেন কমেন্ট বক্সে। বরাবরই সত্যি কথাটা সরাসরি বলতেই ভালোবাসেন স্বস্তিকা, এবারও তার অন্যথা হল না। তিনি শোবিজের দুনিয়ায় এমন এক অভিনেত্রী যার জীবন খোলা বইয়ের মতো। সেখানে জিত্‍ ও তাঁর সম্পর্ক নিয়ে সকলেরই জানা। তবে সম্ভবত এই প্রথম সেই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন অভিনেত্রী। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)