Dua Lipa | Shah Rukh Khan: শাহরুখের গানে কনসার্ট মাতালেন ডুয়া লিপা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো...
Dua Lipa Concert: শনিবার, ৩০ নভেম্বর মুম্বইয়ে ছিল ডুয়া লিপার ইন্ডিয়া কনসার্ট। সেখানেই ডুয়া লিপা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের ছবি থেকে অভিজিতের গাওয়া ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান আলবেনিয়ান সুন্দরী। বাদশার গানে কনসার্ট মাতালেন গায়িকা। আর তা দেখে আবেগে ভাসলেন দর্শকাসনে উপস্থিত শাহরুখকন্যা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার মুম্বইয়ে ছিল রকস্টার ডুয়া লিপার কনসার্ট। সেই কনসার্টে দর্শকাসনে হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা। এদিন মঞ্চে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। আর সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসলেন শাহরুখ ভক্তরা। বাদ গেলেন না কিং খানের কন্যা অভিনেত্রী সুহানা খানও। এদিন নিজের গানের সঙ্গে মিলিয়ে দেন শাহরুখ খানের বাদশা ছবির গান ও লড়কি জো। আর তারপরই গায়িকার কাণ্ড দেখে অভিভূত খোদ সুহানা খান।
শনিবার, ৩০ নভেম্বর মুম্বইয়ে ছিল ডুয়া লিপার ইন্ডিয়া কনসার্ট। সেখানেই ডুয়া লিপা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের ছবি থেকে অভিজিতের গাওয়া ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান আলবেনিয়ান সুন্দরী। আসলে এই ম্যাশাপটি তাঁর এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। তা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এদিন এ গানটি পারফর্ম করেন। আর সেই পারফরম্যূান্সের একাধিক ভিডিও ভাইরাল নেটপাড়ায়।
শাহরুখকন্যা সুহানা খান নিজেও সেই ভিডিও শেয়ার করেছেন। সুহানা এদিন ডুয়া লিপার গান শেয়ার করে একাধিক ইমোজি পোস্ট করেন। এক্স হ্যান্ডেলে এক ব্যক্তির পোস্ট করা এই ভিডিওটির ভিউ প্রায় ৫ লক্ষ। কমেন্ট সেকশনে চোখ রাখলেই দেখা যাচ্ছে, শাহরুখের গানের সঙ্গে তিন গ্র্যামি জয়ীর গানের ম্যাশআপে আবেগে ভাসছেন অনেকেই। অনেকেই পুরো পারর্ফমেন্সটি আইকনিক বলে সম্বোধন করেন।
আরও পড়ুন- Jeet's Birthday: 'বস’-এর জন্মদিন! বৃষ্টি মাথায় জিতের বাড়ির সামনে ফ্যানেদের ঢল...
এই প্রথম নয়, এর আগেও ভারতে এসেছেন ডুয়া লিপা। ২০১৯ সালে মুম্বইয়ে এসে শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন— 'আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম। আর সেটি ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? কী দারুণ সুন্দরী যুবতী একজন আর ওর গলা। ওকে অনেক ভালোবাসা জানাই'। এবার ভারতে এসে সেই কিং খানের গানে মঞ্চ মাতালেন ডুয়া লিপা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)