নিজস্ব প্রতিবেদন: হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল ওমানদুরার সরাকরি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক জানান, এদিন সকালে হঠাৎই জ্ঞান হারান বিবেক। জ্ঞান ফিরে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকেরা তাঁর দেহে অ্যাঞ্জিওগ্রাম করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Vaccine নেওয়ার পরেও কেন করোনা সংক্রমণ? কী মেনে চলবেন?
আরও পড়ুন:'খুবই ভয়ঙ্কর'! করোনার হাত থেকে রেহাই পাচ্ছে না সদ্যোজাত থেকে পাঁচ বছরের শিশুরা


বৃহস্পতিবারই বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়ে ফ্যানদের কাছে প্রশংসা কুড়িয়ে নেন অভিনেতা। ভ্যাকসিন নিয়ে সংবাদমাধ্যমকে জানান, ' ভ্যাকসিন নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়া যে সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা'। একইসাথে সকলকে কোভিড বিধি মেনে চলার আর্জি জানান।