জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ১০ পরে আবার কলকাতার মঞ্চে চঞ্চল চৌধুরী। এদিন থেকে টানা তিন দিন কলকাতার তপন থিয়েটারে আরণ্যক ‘রাঢ়াঙ’ নাটক প্রদর্শন করবেন তিনি। মামুনুর রশীদের নির্দেশনায় নাটকে অভিনয় করবেন চঞ্চল। ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নাটকটির মূল কাহিনি। কলকাতায় আগে এই নাটকের শো হয়েছে। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, “আমার ভীষণ প্রিয় নাটক ‘রাঢ়াঙ’। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Shah Rukh Khan: ডাঙ্কি বেরোতেই পরের ছবির প্রস্তুতি, বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই এবার বাদশা


অভিনেতার বক্তব্য, কলকাতায়ও আগে বহুবার নাটকটির শো করেছি। আবার নাটকটি নিয়ে কলকাতার মঞ্চে উঠব ভেবে ভালো লাগছে। প্রসঙ্গত, দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক’। মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ‘বাবা’র সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে এ ছবির কাজ শেষ করেছেন অভিনেতা। 


এই ছবির প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি 'অপরাজিত' ছবির প্রযোজনা করেছিলেন। অক্টোবরে ছবিটি প্রথমবার প্রদর্শিত হয়েছে ‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয় ছবিটি, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও। এমনকী কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত ছবি 'হাওয়া'। 



আরও পড়ুন, Dunki 1st Day Box Office Collection: 'জওয়ান'কে টেক্কা দিতে পারবে 'ডাঙ্কি'? প্রথমদিনে কত আয় করল এই ছবি?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)