Manike Mage Hithe: নোরার শরীরী বিভঙ্গ, মোহময়ী চাহনির রসায়নে ভেজা হিন্দি `মানিকে মাগে হিথে`...
তনিষ্ক বাগচীর পরিচালনায় হিন্দিতে `মানিকে মাগে হিথে` গেয়েছেন ইয়োহানি। আর এই গানের হাত ধরেই বলিউডে ডেবিউ করে ফেললেন সিংহলি গায়িকা। অজয় দেবগণের `থ্যাং গড` ছবিতে ব্যবহৃত হচ্ছে এই গান। ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল গত সপ্তাহেই। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার `মানিকে মাগে হিথে`র হিন্দি ভার্সানের টিজার প্রকাশ পায়, তারপরই শুরু হয়ে গিয়েছিল অপেক্ষা। অবশেষে `মানিকে মাগে হিথে`র হিন্দি ভার্সনের সঙ্গে মিউজিক্যাল কেমিস্ট্রি নিয়ে হাজির নোরা-সিদ্ধার্থ।
Manike Mage Hithe, Nora Fatehi, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুধ সাদা স্লিট ড্রেস, সেই মোহময়ী চাহনি, ফের হাজির নোরা। তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সিদ্ধার্থ। ব্যাকগ্রাউন্ডে ইয়োহানির গলায় 'হায় ইয়ে তেরি আঁখে, রাত ভর করে বাতে তেরি'। আর এরপরই নিজস্ব স্টাইলে শরীরী বিভঙ্গে ঝড় তুললেন নোরা ফাতেহি। হিন্দির সঙ্গেই মিশে গেল সিংহলি ভাষায় সেই চিরপরিচিত 'মানিকে মাগে হিথে'। ব্যাস, এরপর আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। গোটা গান জুড়ে নোরা-সিদ্ধার্থের রসায়নই চোখ আটকে রাখার জন্য যথেষ্ঠ।
তনিষ্ক বাগচীর পরিচালনায় হিন্দিতে 'মানিকে মাগে হিথে' গেয়েছেন ইয়োহানি। আর এই গানের হাত ধরেই বলিউডে ডেবিউ করে ফেললেন সিংহলি গায়িকা। অজয় দেবগণের 'থ্যাং গড' ছবিতে ব্যবহৃত হচ্ছে এই গান। ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল গত সপ্তাহেই। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 'মানিকে মাগে হিথে'র হিন্দি ভার্সানের টিজার প্রকাশ পায়, তারপরই শুরু হয়ে গিয়েছিল অপেক্ষা। অবশেষে 'মানিকে মাগে হিথে'র হিন্দি ভার্সনের সঙ্গে মিউজিক্যাল কেমিস্ট্রি নিয়ে হাজির নোরা-সিদ্ধার্থ।
আরও পড়ুন- 'আমি ষড়যন্ত্রের শিকার, জ্যাকলিনের জন্য সমস্যা বেড়েছে', বিস্ফোরক নোরা ফতেহি
আরও পড়ুন-'যৌন জীবনকে রসালো করতে অশ্বগন্ধা খান'
অজয় দেবগণের 'থ্যাং গড' মুক্তি পাচ্ছে, আগামী ২৪ অক্টোবর। ছবির পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। অভিনয় করেছেন অজয় দেবগণ, রকুলপ্রীত সিং, সিদ্ধার্থ মালহোত্রা সহ অন্যান্যরা। টি-সিরিজের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। এদিকে মুক্তির বহু আগে থেকেই আলোচনায় রয়েছে অজয়ের এই ছবি। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে। দায়ের হয়েছে FIR। কায়স্থ সম্প্রদায়ের দেবতা চিত্রগুপ্তকে অপমান করার অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছে?
ট্রেলারে একেবারে অন্যভাবে চিত্রগুপ্তের ভূমিকায় দেখা গিয়েছে অজয় দেবগনকে। স্যুট-বুটে সেজে একেবারে অন্য অবতারে বড়ো পর্দায় ধরা দেবেন তিনি। সেখানেই অজয় দেবগনের বেশ কিছু সংলাপ ঘিরেই উঠছে বির্তকের ঝড়। পরিচালক ইন্দ্র কুমার, অজয় দেবগন এবং তাঁর সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। আইনজীবীর কথায়, অজয়ের লুক এবং তাঁর বেশ কিছু সংলাপের মাধ্যমে ধর্মকে নিয়ে উপহাস করা হয়েছে এবং হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। হিন্দুশাস্ত্র মতে চিত্রগুপ্তকে মূলত কর্মের প্রভু হিসাবে গণ্য করা হয়। যিনি মানুষের পাপ ও পূণ্যের হিসাব রাখেন। সেখানে ঈশ্বরের এই ধরনের চিত্রায়ণ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। যার কারণেই মূলত মামলা দায়ের করেছেন হিমাংশু।