নিজস্ব প্রতিবেদন : আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সোনু সুদের (Sonu Sood) বিরুদ্ধে। অভিনেতার অফিসে, বাড়িতে চলেছে আয়কর আধিকারিকদের তল্লাশি। সেবিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সোনু। জানিয়েছেন, 'আমার প্রতিটি অর্থ আর্তের সেবার জন্য।' শুধু তাই নয়, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও এবিষয়ে সোজা সাপটা জবাব দিয়েছেন অভিনেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আয়কর তল্লাশি প্রসঙ্গে সোনু জানিয়েছেন, ''আয়কর আধিকারিকদের তরফে আমার কাছ থেকে যা যা নথি চাওয়া হয়েছে তার সবটাই দিয়েছি, ওঁদের সমস্ত প্রশ্নের জবাবও দিয়েছি। ওঁরা ওদের কাজ করেছেন, আর আমি আমার কাজ করেছি। এমনি আমি ওঁদের এটাও জিজ্ঞাসা করেছি, যে এত নিখুঁত নথি ওনারা কি আগে দেখেছেন?  ওঁরা নথিপত্র দেখে খুশি। এমনকি ওঁরা এটা বলেছেন এই তল্লাশি অভিযান ওঁদের পক্ষে সহজ হয়েছে।''  


আরও পড়ুন-Manike Mage Hithe গানের গায়িকা ইউটিউব সেনসেশন Yohani-র প্রথম কনসার্ট ভারতে


সোনুর বিরুদ্ধে ২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, শুধুমাত্র গত জুলাই মাসেই তাঁর সংস্থার তরফে ১৮ কোটি টাকা তোলা হয়েছে, যার মধ্যে ত্রাণের কাছে  ব্যয় হয়েছে মাত্র ১.৯ কোটি টাকা। সোনুর কথায়, '' ত্রাণের জন্য যে অর্থ সংগ্রহ করা হয়েছে, তা শুধু নাগরিকদের কাছ থেকে তোলা নয়, ওর অনেকটা অংশই ছিল আমার উপার্জনের টাকা, যে টাকা আমি বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে পাই। আমায় কাছে প্রায় ৫৪ হাজার মেইল, মেসেজ, হোয়াটসঅ্যাপ রয়েছে, যেগুলি পড়া সম্ভব হয়নি। ১৮ কোটি টাকা খরচ করতে ১৮ ঘণ্টাও সময় লাগবে না। তবে আমি নিশ্চিত করতে চেয়েছি যাতে সব টাকা সৎ কাজে লাগে।''


এখানেই শেষ নয়, কোভিড পরবর্তী পরিস্থিতিতে তাঁর কাছে রাজনীতিতে যোগদানের প্রস্তাব প্রসঙ্গে অভিনেতার উত্তর, ''আমি দু'বার রাজ্যসভা আসনের প্রস্তাব ফিরিয়েছি। কারণ রাজনীতিতে যোগ দিতে আগ্রহী নই। আমি আপাতত যে জায়গায় আছি, তাতে খুশি।''


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)