সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে, মুখ খুললেন অঙ্কিতা, কৃতি
দুজনেই প্রকাশ্যে মন্তব্য করেন
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। বুধবার শীর্ষ আদালতের রায়ের পর মুখ খুললেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, অঙ্কিতা লোখন্ডেরা।
আরও পড়ুন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় তদন্ত করবে সিবিআই, রায় শীর্ষ আদালতের
সুশান্তের প্রাক্তন বান্ধবী কৃতি বলেন, গত ২ মাস ধরে তিনি অস্থির ছিলেন। সবকিছু যেন তাঁর চোখের সামনে ঝাপসা হয়েছিল। সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর কিছুটা আশার আলো চোখে পড়েছে। শিগগিরই সত্যি সামনে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এই মামলায় যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজ করতে দেওয়া হয়, সে বিষয়েও আশা প্রকাশ করেন কৃতি।
আরও পড়ুন : তুরস্ক থেকে ফিরলে সরকারি হস্টেলে পাঠানো হোক আমিরকে, দাবি সুব্রহ্মাণ্যম সামির
দেখুন...
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার পর শীর্ষ আদালতে রায়কে স্বাগত জানান প্রয়াত অভিনেতার পরিবার থেকে অঙ্কিতা লোখন্ডে, অর্জুন বিজলানি, কঙ্গনা রানাউতরা। সত্যের অবশ্যই জয় হবে বলে মন্তব্য করেন অঙ্কিতা লোখন্ডেও।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের তদন্তে যাতে সিবিআইকে সব ধরনের সাহায্য করা হয় মুম্বই পুলিসের তরফে, সে বিষয়েও শীর্ষ আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।